বাক্য দেহে আবির্ভূত হল খণ্ড ২
ঈশ্বরকে জানার প্রসঙ্গেঈশ্বরকে জানার প্রসঙ্গে, অর্থাৎ বাক্য দেহে আবির্ভূত হল-র দ্বিতীয় খণ্ডতে রয়েছে ঈশ্বরের আবির্ভাব ও তাঁর কার্য-র পরবর্তীকালীন সময়ে সকল মানুষের উদ্দেশ্যে সর্বশক্তিমান ঈশ্বর, অন্তিম সময়ের খ্রীষ্টের উচ্চারণসমূহ। বিবিধ সত্যের বিষয়ে ঈশ্বর বিশদে ব্যাখ্যা করেছেন, যেমন পৃথিবী সৃষ্টির পর থেকে তাঁর সম্পাদিত কার্য, তাঁর ইচ্ছা ও সেই ঈচ্ছার মাধ্যমে ব্যক্ত মানবজাতির কাছে তাঁর প্রত্যাশাসমূহ, এবং ঈশ্বরের কার্যের মাধ্যমে তাঁর যাকিছু আছে ও তিনি যা সেসবের উচ্ছ্বসিত প্রকাশ, সেইসাথে তাঁর ন্যায়পরায়ণতা, তাঁর কর্তৃত্ব, তাঁর পবিত্রতা, এবং এই সত্য যে তিনিই সমস্তকিছুর জীবনের উৎস। এই বইখানি পাঠ করার পর, প্রকৃত ঈশ্বর-বিশ্বাসী মানুষরা নিশ্চিত হতে সক্ষম হবে যে যিনি এই কার্য সম্পাদন করতে পারেন ও এই স্বভাবগুলির প্রকাশ ঘটাতে পারেন তিনিই সেই অদ্বিতীয় যিনি সমস্তকিছুর উপর সার্বভৌম, এবং সেইসাথে তারা ঈশ্বরের পরিচয়, তাঁর মর্যাদা, ও তাঁর সারসত্যের বিষয়ে সত্যিকারের অবহিত হতে পারবে, এবং এইভাবে নিশ্চিত হতে পারবে যে অন্তিম সময়ের খ্রীষ্ট, সর্বশক্তিমান ঈশ্বর, হলেন স্বয়ং অনন্য ঈশ্বর।
অন্তিম সময়ের খ্রীষ্টের উচ্চারণসমূহ
- ক. অব্রাহাম
- গ. ইয়োব
- ঈশ্বরের কর্তৃত্ব (১)
- ১. ঈশ্বর সব কিছু সৃষ্টি করার জন্য বাক্যসমূহের ব্যবহার করেন
- ঈশ্বরের কর্তৃত্ব (১)