ইয়োবের সাক্ষ্য ঈশ্বরকে স্বস্তি এনে দিল
যদি আমি এখন তোমাদের বলি যে ইয়োব একজন ভালো মানুষ ছিল, তোমরা হয়ত এই কথার নিহিত মর্ম উপলব্ধি করতে পারবে না, আমার এই সমস্ত কথার অন্তরালে থাকা আবেগ উপলব্ধি করতে পারবে না; কিন্তু সেই দিন পর্যন্ত অপেক্ষা করো যেদিন তোমাদের ইয়োবের মতো বা অনুরূপ পরীক্ষার অভিজ্ঞতা লাভ করা হয়ে যাবে, যখন প্রতিকূলতার মধ্যে দিয়ে যাওয়া হয়ে যাবে, যখন তোমাদের সেইসব পরীক্ষার অভিজ্ঞতা লাভ করা হয়ে যাবে যা ঈশ্বর ব্যক্তিগতভাবে তোমাদের জন্য আয়োজন করেছেন, যখন তুমি তোমার সমস্ত কিছু দিয়ে দেবে, এবং শয়তানের উপর প্রাধান্য বিস্তার করার জন্য ও প্রলোভনের মাঝেও ঈশ্বরের সাক্ষ্য বহন করার জন্য লাঞ্ছনা ও কষ্ট সহ্য করবে—তখনই তুমি আমার এই সমস্ত কথার অর্থ উপলব্ধি করতে পারবে। সেই সময়ে তুমি বুঝতে পারবে যে তুমি ইয়োবের থেকে কতই না নগণ্য, তুমি ইয়োবের মাধুর্য অনুভব করতে পারবে, বুঝবে সে সত্যিই অনুকরণযোগ্য। সেই সময় এলে তুমি উপলব্ধি করতে পারবে যে ইয়োবের ঐসব চিরায়ত বাক্যগুলো এই সময়ে বসবাসকারী ভ্রষ্ট মানুষের জন্য কতখানি গুরুত্বপূর্ণ, আর এটাও উপলব্ধি করবে যে ইয়োব যা অর্জন করেছিল তা বর্তমানের মানুষদের পক্ষে অর্জন করা কতটা কঠিন। যখন তুমি বুঝতে পারবে যে এটা বেশ কঠিন, তখনই তুমি উপলব্ধি করতে পারবে ঈশ্বরের হৃদয় কতখানি উদ্বিগ্ন ও চিন্তিত, তুমি উপলব্ধি করবে এই ধরনের মানুষদের অর্জন করতে ঈশ্বর কতখানি উচ্চ মূল্য প্রদান করেছেন, এবং মানবজাতির জন্য ঈশ্বর যা করেন ও যতটা ব্যয় করেন তা কত মূল্যবান। এখন এই সমস্ত বাক্য শোনার পর তোমরা কি ইয়োবের নির্ভুল উপলব্ধি ও সঠিক মূল্যায়ন করতে পেরেছ? তোমাদের দৃষ্টিতে, ইয়োব কি প্রকৃতই নিখুঁত ও ন্যায়নিষ্ঠ একজন মানুষ ছিল যে ঈশ্বরে ভীত ছিল এবং মন্দকে পরিত্যাগ করেছিল? আমার বিশ্বাস তোমাদের বেশিরভাগই নিশ্চিতভাবেই হ্যাঁ বলবে। কারণ ইয়োব যে কাজ করেছিল বা যা প্রকাশ করেছিল তা যেকোনো মানুষের কাছে বা শয়তানের কাছে অনস্বীকার্য। এগুলোই শয়তানের বিরুদ্ধে ইয়োবের বিজয়লাভের সবচেয়ে শক্তিশালী প্রমাণ। ইয়োবের মধ্যেই এই প্রমাণের জন্ম হয়েছিল, আর এটাই ছিল ঈশ্বরের প্রাপ্ত প্রথম সাক্ষ্য। এইভাবে, ইয়োব যখন শয়তানের প্রলোভন জয় করে ঈশ্বরের সাক্ষ্য বহন করেছিল, তখন ঈশ্বর তার মধ্যে আশা প্রত্যক্ষ করেছিলেন, তাঁর হৃদয় ইয়োবের দ্বারা স্বস্তি লাভ করেছিল। সৃষ্টির সময় থেকে শুরু করে ইয়োবের সময় পর্যন্ত ঈশ্বর এই প্রথমবার ঈশ্বর প্রকৃতপক্ষে অনুভব করেছিলেন স্বস্তি কী, এবং মানুষের দ্বারা স্বস্তি লাভ করার অর্থ কী। এই প্রথমবার তিনি প্রকৃত সাক্ষ্য প্রত্যক্ষ করেছিলেন এবং অর্জন করেছিলেন, যা তাঁরই জন্যে বহন করা হয়েছিল।
আমি বিশ্বাস করি, ইয়োবের সাক্ষ্য এবং তার বিভিন্ন দিকের বিবরণ শোনার পর, বেশিরভাগ মানুষের কাছেই তাদের সামনের পথের বিষয়ে নির্দিষ্ট পরিকল্পনা থাকবে। একইভাবে, আমি এটাও বিশ্বাস করি যে যারা উদ্বেগ আর ভয়ে পরিপূর্ণ, তাদের অধিকাংশই ধীরে ধীরে শরীরে ও মনে স্বাচ্ছন্দ্য অনুভব করতে শুরু করবে, এবং একটু একটু করে স্বস্তি অনুভব করতে শুরু করবে …
—বাক্য, খণ্ড ২, ঈশ্বরকে জানার প্রসঙ্গে, ঈশ্বরের কর্ম, ঈশ্বরের স্বভাব এবং স্বয়ং ঈশ্বর ২