Bengali Testimony | সত্য পথ গ্রহণে এত বাধা কেন?
24-01-2023
অন্তিম সময়ে সর্বশক্তিমান ঈশ্বরের কাজ গ্রহণ করার পর, সে উৎসাহ নিয়ে রাজ্যের সুসমাচার প্রচার করে। কিন্তু সে তার যাজক আর প্রচারকের বাধা আর অপবাদের শিকার হয়। একদিকে তার পরিবার তাকে চাপ দেয়, অন্যদিকে তার গির্জার বন্ধুরাও তাকে পরিত্যাগ করে। সে প্রচণ্ড কষ্ট ভোগ করে। সত্য পথে চলতে গিয়ে সে এত বাধা পেল কেন? এই বিশেষ অভিজ্ঞতা থেকে সে কী শিখল আর পেল? অনুগ্রহ করে এই ভিডিওটি দেখুন।
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও