Bengali Sermon Series | Seeking True Faith: যখন প্রভু যীশু ক্রুশের উপর বলেছিলেন “সম্পূর্ণ হল” তখন প্রকৃতপক্ষে তিনি কী বোঝাতে চেয়েছিলেন?

03-11-2022

প্রভু যীশুর প্রতি যাদের বিশ্বাস আছে তারা মনে করে যখন প্রভু যীশু ক্রুশের উপর বলেছিলেন "সম্পূর্ণ হল", তিনি বলছিলেন ঈশ্বরের মানবজাতিকে বাঁচাবার কাজ সম্পূর্ণ হয়েছে। তাই সকলেই নিশ্চিত বোধ করছিল যে, ঈশ্বর যখন প্রত্যাবর্তন করবেন, তাঁর আর কোনো পরিত্রাণের কাজ করার থাকবে না বরং শুধুমাত্র বিশ্বাসীদের স্বর্গে তুলে আনবেন। ঈশ্বর বিশ্বাসীরা এ কথাই দৃঢ়ভাবে বিশ্বাস করে এটির কোনো ভিত্তি কি বাইবেলে আছে? পবিত্র আত্মা কি এটি নিশ্চিত করেছিলেন ? ঈশ্বর কি কখনও বলেছিলেন যে মানুষের পরিত্রাণের জন্য তিনি আর কোনও কাজ করবেন না ? আমরা নিশ্চিতভাবে বলতে পারিঃনা। প্রভু যিশু যখন বলেছিলেন, "সম্পূর্ণ হল", তখন ঠিক কী বোঝাতে চেয়েছিলেন? প্রকৃত বিশ্বাসের সন্ধানের এই পর্বে আমরা একসাথে এই সত্যের অনুসন্ধান করব এবং ঈশ্বরের কাজকে আরো ভালোভাবে বুঝব।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন