Bengali Sermon Series | প্রভু কি সত্যি মেঘারুঢ় হয়ে প্রত্যাবর্তন করবেন?

15-11-2022

আমরা একের পর এক বিপর্যয় দেখছি। বিশ্বাসীরা আকাশের দিকে তাকিয়ে আছে এবং জরুরিভাবে অপেক্ষা করছে প্রভুর মেঘারুঢ় হয়ে প্রত্যাবর্তন করার এবং তাদের আকাশে নিয়ে যাওয়ার জন্য, বিপর্যয় থেকে তাদের বাঁচাতে এবং স্বর্গরাজ্যে নিয়ে যাওয়ার জন্য। যাইহোক, বিপর্যয় এসে গেছে, তবুও তারা এখনও প্রভু যীশুকে স্বাগত জানায়নি যিনি মেঘারুঢ় হয়ে আসেন। অনেকে সন্দেহ করতে শুরু করেছে, এই ভেবে যে প্রভু যীশু সত্যিই আসছেন কি না, এবং অস্বস্তি বোধ করছে। যখন তারা আকাশের দিকে তাকিয়ে আছে এবং মেঘারুঢ় হয়ে প্রভুর আসার জন্য অপেক্ষা করছে, তখন পূর্বের বজ্রালোক সব সময় সাক্ষ্য দিচ্ছে যে প্রভু প্রত্যাবর্তন করেছেন এবং তিনি হলেন সর্বশক্তিমান ঈশ্বরের অবতার। সমস্ত সম্প্রদায়ের বহু মানুষ সর্বশক্তিমান ঈশ্বরের বাণী পড়ার পরে, সেগুলো কে সত্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, বুঝতে পেরেছে যে তারা ঈশ্বরের কণ্ঠস্বর শুনছে এবং সর্বশক্তিমান ঈশ্বরের সামনে উপস্থিত হয়ে, প্রভুকে স্বাগত জানিয়েছে। এমন অনেক মানুষ আছে যারা পর্যবেক্ষণ করছে এবং ভাবছে: প্রভু কি সত্যিই মেঘারুঢ় হয়ে প্রত্যাবর্তন করছেন? ঠিক কীভাবে প্রভু আসবেন, মেঘারুঢ় হয়ে নাকি মানবপুত্রের অবতার হিসেবে? প্রকৃত বিশ্বাসের সন্ধানে-র এই পর্বটি আপনাকে উত্তর দেবে।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।👇

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন