Bengali Testimony | পুরো বাইবেল কি ঈশ্বরের অনুপ্রেরণা দ্বারা প্রদত্ত?

22-12-2022

এই গল্পের কেন্দ্রীয় চরিত্র প্রভুকে বিশ্বাস করার পর থেকেই নিজেকে উৎসাহের সাথে ব্যয় করেছিলেন। তিনি প্রায়শই বাইবেল পড়তেন এবং নিশ্চিত ছিলেন যে “বাইবেল সম্পূর্ণরূপে ঈশ্বর দ্বারা অনুপ্রাণিত, এবং ঈশ্বরের সমস্ত বাণী এতে রয়েছে। আমরা যদি ঈশ্বরে বিশ্বাস করি তবে আমরা বাইবেল থেকে সরে যেতে পারি না। সেটা করা ধর্মদ্রোহিতা হবে।” কিন্তু যখন তিনি সর্বশক্তিমান ঈশ্বরের গির্জাকে সাক্ষ্য দিতে শুনলেন যে প্রভু যীশু প্রত্যাবর্তন করেছেন, তিনিই সর্বশক্তিমান ঈশ্বর, এবং ঈশ্বর নতুন বাণী বলেছেন, তখন এটা গ্রহণ করা তাঁর পক্ষে কঠিন হয়ে পড়ে। তিনি বিশ্বাস করতেন যে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী ও কাজ বাইবেল বহির্ভূত ছিল। পরে, সর্বশক্তিমান ঈশ্বরের বাণী পড়ার পরে, অবশেষে তিনি বুঝতে পারেন যে বাইবেল সম্পূর্ণরূপে ঈশ্বরের দ্বারা অনুপ্রাণিত নয়, এবং অধিকন্তু, বাইবেল অনন্ত জীবন ধারণ করে না, এবং শুধুমাত্র অন্তিম সময়ের খ্রীষ্টকে অনুসরণ করার মাধ্যমেই একজন সত্য আর জীবন অর্জন করতে পারে। অনুসন্ধানের পর, তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্তিম সময়ের কাজকে আনন্দের সাথে গ্রহণ করলেন এবং প্রভুকে স্বাগত জানালেন।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন