Bengali Testimony | আমি এখন বুঝি বাইবেল আর ঈশ্বরের মধ্যে সম্পর্ক

12-12-2022

প্রধান চরিত্রটি, একজন খ্রীষ্টান, সর্বশক্তিমান ঈশ্বরের গির্জা দ্বারা তৈরি কয়েকটি চলচ্চিত্র দেখেন ইউটিউবে। তিনি মনে করেন যে সেগুলো প্রকৃত ও মর্মস্পর্শী এবং তাঁর বিশ্বাসের জন্য সহায়ক হবে। তিনি রোমাঞ্চিত বোধ করেন যখন তিনি চলচ্চিত্রগুলি কে সাক্ষ্য দিতে দেখেন যে প্রভু যীশু প্রত্যাবর্তন করেছেন এবং ঈশ্বরের গৃহ থেকে বিচারকার্য শুরু করছেন, তাই তিনি এর সম্পর্কে অনুসন্ধান শুরু করেন। কিন্তু তিনি একদিন বিভ্রান্ত হয়ে পড়েন যখন তিনি চলচ্চিত্রের নাম দেখেন, বাইবেল থেকে বেরিয়ে আসুন এবং ভাবতে থাকেন যে বিশ্বাসে বাইবেলের বাইরে যাওয়ার দরকার কী আছে। সেটা কী প্রভুর সাথে বিশ্বাসঘাতকতা করা হবে না? যাইহোক, তিনি ভীত হন যে তিনি যদি এটির দিকে নজর না দেন তবে তিনি হয়ত প্রভুর আগমনকে স্বাগত জানানোর সুযোগ হারিয়ে ফেলতে পারেন। প্রার্থনা এবং অনুসন্ধানের মাধ্যমে, তিনি বিষয়টির গভীরে যাওয়ার জন্য চলচ্চিত্রটি দেখার সিদ্ধান্ত নেন। চলচ্চিত্রটি সত্যিই তাঁর চোখ খুলে দেয়। তিনি ঈশ্বর এবং বাইবেলের মধ্যে সম্পর্ক বুঝতে পারেন এবং সর্বশক্তিমান ঈশ্বরের অন্তিম সময়ের কাজকে আনন্দের সাথে গ্রহণ করেন। আসুন একসাথে তাঁর গল্প দেখি!

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন