Bengali Sermon Series | Seeking True Faith: প্রভু যীশু মানবজাতিকে মুক্ত করেছিলেন, সুতরাং অন্তিম সময়ে তাঁর প্রত্যাগমন-কালে তিনি কেন বিচারের কাজ করবেন?

13-10-2022

২,০০০ বছর আগে,অবতাররূপী প্রভু যীশুকে মানবজাতির মুক্তির জন্য ক্রুশবিদ্ধ করা হয়েছিল, যা পাপ উৎসর্গের কাজ করেছিল এবং তাঁর মুক্তির কাজকে সম্পূর্ণ করেছিল। প্রভুর বিশ্বাসীরা সকলেই মনে করে যে তাদের পাপ ক্ষমা করা হয়েছে, তাই প্রভু তাদের আর পাপী হিসাবে গণ্য করেন না এবং তাঁর প্রত্যাবর্তন হলে তাদের সরাসরি স্বর্গরাজ্যে নিয়ে যাওয়া হবে। সেই কারণেই মানুষ সর্বদাই আকাশের দিকে তাকিয়ে আছে,সেই দিনের অপেক্ষায় যখন তারা অকস্মাৎ স্বর্গে উত্তোলিত হয়ে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে। কিন্তু অপার বিস্ময়ের সঙ্গে তারা প্রবল দুর্যোগের সূচনা দেখলেও এখনও পর্যন্ত মেঘারূঢ় হয়ে প্রভু যীশুকে দেখতে পায়নি। বরং তারা পূর্বের আলো দেখেছে যা এই বিষয়ে উপযুক্ত সাক্ষ্য দেয় যে প্রভু ইতিমধ্যেই ফিরে এসেছেন, তিনি দেহরূপী সর্বশক্তিমান ঈশ্বর যা প্রমাণ করে যে তিনি সত্য ব্যক্ত করেছেন এবং বিচারের কাজ ঈশ্বরের ঘর থেকেই শুরু করেছেন এবং তিনি ইতিমধ্যেই জয়ীদের একটি গোষ্ঠী গঠন করেছেন। এটি মানুষের ধারণা এবং কল্পনার থেকে অনেক আলাদা। তাই অনেকেই জিজ্ঞাসা করছে, প্রভু যীশু ইতিমধ্যেই মানবজাতিকে মুক্তি প্রদান করেছেন এবং তাঁর মহান কাজ সম্পূর্ণ হয়েছে। তাহলে অন্তিম সময়ে তাঁর বিচারের কাজ করার প্রয়োজন কেন হবে? প্রকৃত বিশ্বাসের সন্ধানে-এর আজকের পর্বে এই বিষয়ের সত্যকে সন্ধান করা যাক এবং একসঙ্গে এর উত্তর খোঁজা যাক।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন