Bengali Sermon Series | Seeking True Faith: মানবজাতিকে রক্ষা এবং ভাগ্যের আমূল পরিবর্তন করতে কে পারে?
02-10-2022
ভাগ্যের উল্লেখমাত্র বেশীরভাগ মানুষ মনে করেন অর্থ ও সামাজিক সম্মান এবং সাফল্য সৌভাগ্যের সঙ্গে সমার্থক, এবং মনে করেন যারা দরিদ্র, অখ্যাত, যারা বিপর্যয় ও দুর্দশা সহ্য করে এবং যাদের হীন দৃষ্টিতে দেখা হয় তাদের ভাগ্য খারাপ। তাই ভাগ্য পরিবর্তন করতে তারা সোৎসাহে জ্ঞান অন্বেষণ করে, এই আশায় যে এর মাধ্যমে তারা সম্পদ ও সম্মান অর্জন করে ভাগ্যে পরিবর্তন আনবে। জীবনে অর্থ, সম্মান ও সাফল্য থাকাই কি সৌভাগ্যের সঙ্গে সমার্থক? বিপর্যয় ও দুর্দশায় থাকাই কি দুর্ভাগ্যের সঙ্গে সমার্থক? জ্ঞান কি মানুষের ভাগ্য বদলাতে পারে? কে সত্যিই মানুষকে রক্ষা করতে ও আমাদের ভাগ্যে আমূল পরিবর্তন আনতে পারে? প্রকৃত বিশ্বাসের সন্ধানের এই পর্বে আমরা আপনাকে মানবজাতির পরিত্রাণ লাভের এবং স্বর্গরাজ্যে প্রবেশের পথ আবিষ্কার করতে সাহায্য করব।
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও