Bengali Sermon Series | Seeking True Faith: কেন আমরা শুধুমাত্র ঈশ্বরের কণ্ঠ শোনার মাধ্যমেই প্রভুকে স্বাগত জানাতে পারি?
13-11-2022
অন্তিম সময়ে পরিত্রাতা সর্বশক্তিমান ঈশ্বর আবির্ভূত হয়েছেন এবং কাজ করেছেন, বহু সত্য প্রকাশ করেছেন ও বিচারের কাজ করছেন। সম্প্রদায় নির্বিশেষে অনেক মানুষ, যারা সত্যকে ভালোবাসত ও ঈশ্বরের আগমনের জন্য আকুল ছিল, তারা সর্বশক্তিমান ঈশ্বরের বাক্য পড়ে বুঝতে পেরেছে যে এ হল ঈশ্বরের কণ্ঠ, সর্বশক্তিমান ঈশ্বরই প্রত্যাবর্তিত প্রভু যীশু।আনন্দে পূর্ণ হয়ে তারা তাঁর কাছে ফিরে এসেছে এবং ঈশ্বরের সিংহাসনের সামনে উন্নীত হয়েছে এবং তারা মেষের বিবাহভোজে অংশগ্রহণ করছে। এতে প্রভু যীশুর ভবিষ্যদ্বাণী পূরণ হয়: “আমার নিজের মেষপাল আমার ডাক শোনে, তাদের আমি চিনি এবং তারা আমাকে অনুসরণ করে।” (যোহন ১০:২৭) (© BSI) “দেখ, আমি দুয়ারে দাঁড়িয়ে করাঘাত করছি। যে আমার ডাক শুনে দুয়ার খুলে দেয়, আমি ভেতরে তার কাছে যাব, তার সঙ্গে পানাহার করব, সেও আমার সঙ্গে পানাহার করবে।” (প্রকাশিত বাক্য ৩:২০) (© BSI) যাই হোক, তারা এখনো বাইবেলে বর্ণিত প্রভুর মেঘারূঢ় হয়ে আসার বিষয়টিই আঁকড়ে আছে এবং প্রকৃত পথের তিলমাত্রও অনুসন্ধান করছে না। ফলত, তারা ঈশ্বরকে স্বাগত জানানোর সুযোগ হারিয়েছে, বিপর্যয়গ্রস্ত হয়েছে, অভিযোগ করছে, কাঁদছে এবং দাঁত কিড়মিড় করছে।তাহলে আমাদের কেন প্রভুকে স্বাগত জানাতে ঈশ্বরের কণ্ঠ শুনতে হবে? প্রকৃত বিশ্বাসের সন্ধানের এই পর্বটি সত্যের সন্ধান ও উত্তর খুঁজে পেতে সহায়ক হবে।
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও