Bengali Testimony | ভালো মানুষ হওয়া বলতে যা বোঝায় তার উপলব্ধি

17-02-2023

যারা উপলব্ধি করতে পারে তাদের সাথেই কেন সবাই ভাবের আদান-প্রদান ঘটাতে চায়? বিবেচনাবোধ সম্পন্ন ও দয়ালু হওয়ার অর্থই কি ভালো মানুষ হওয়া? তুমি যাদেরকে ভালো মানুষ মনে কর তারা কি সত্যিই ভালো লোক? কে ভালো আর কে মন্দ তা ঈশ্বর কীভাবে নির্ধারণ করেন? একজন ভালো মানুষ বলতে আসলে কি বোঝায় তা জানতে দেখুন এই প্রামাণিক সাক্ষ্য।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন