Bengali Testimony | প্রকৃত খ্রীষ্ট এবং ভন্ড খ্রীষ্টর মধ্যে আমি পার্থক্য করতে পারি

03-12-2022

প্রধান চরিত্র এক ধর্মপ্রাণ খ্রীষ্টান তরুণী যিনি সর্বদা প্রভুর আবির্ভাবকে স্বাগত জানাতে উৎসুক।কিন্তু যখন তার মা সাক্ষ্য দেন যে প্রভু যীশু ইতিমধ্যেই সর্বশক্তিমান ঈশ্বর হিসাবে ফিরে এসেছেন, তখন তিনি এক মানসিক দ্বন্দ্বে পড়েন। তার যাজক সর্বদা বলতেন যে অন্তিম দিনে ভন্ড খ্রীষ্ট আবির্ভূত হবে, তাই বিভ্রান্ত হওয়ার ভয়ে তিনি এ ব্যাপারটি দেখতে চান নি। কিন্তু তিনি যদি এ ব্যাপারে নজর না দেন এবং সর্বশক্তিমান ঈশ্বর সত্যিই প্রত্যাবর্তিত প্রভু যীশু হন, তাহলে তিনি কি প্রভুর আগমনকে স্বাগত জানানোর সুযোগটি হারাবেন না? এই সংঘাতের মাধ্যমে, তিনি বুঝতে পারেন যে সত্য পথের অনুসন্ধানের মূলকথা হল ঈশ্বরের কণ্ঠস্বর শোনা, এবং যদি তিনি সর্বদা সতর্ক না থাকেন তবে তিনি প্রভুকে স্বাগত জানাতে সক্ষম হবেন না। তিনি এটি খতিয়ে দেখতে এবং অনুসন্ধান করার সিদ্ধান্ত নেন। তিনি সর্বশক্তিমান ঈশ্বরের বাক্য পড়েন এবং অবশেষে ঈশ্বরের কণ্ঠস্বর চিনতে পারেন, এবং তাই তিনি প্রভুর আবির্ভাবকে স্বাগত জানাতে পারেন। ভন্ড খ্রীষ্টদের সম্বন্ধে সতর্ক থেকেও আমরা কীভাবে প্রভুর প্রত্যাবর্তনকে স্বাগত জানাতে পারি? উত্তর আছে এই ভিডিওতে।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন