পালা - প্রভু করাঘাত করছেন | Welcome the Return of the Lord

10-07-2023

পালা “প্রভু করছেন করাঘাত”-এ ব্যাখ্যা করা হয়েছে অন্তিম সময়ে প্রভু কীভাবে তাঁর বাক্যের মাধ্যমে আমাদের হৃদয়ের দরজায় করাঘাত করেন, এবং বুদ্ধিমতী কুমারীরা ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পায় আর মেষশাবকের সাথে ভোজে যোগ দেয়।

যাজক চ্যাং শোউদাও সর্বদা প্রভুর প্রত্যাবর্তনের অপেক্ষা করতো, কিন্তু যখন ব্রাদার ঝেন তার কাছে সাক্ষ্যে দিলো যে প্রভু ইতিমধ্যেই ফিরে এসেছেন, তখনও সে একগুঁয়েভাবে তার নিজস্ব পূর্বধারণা আর কল্পনা আঁকড়ে থাকে, এই বিশ্বাসে যে প্রভু মেঘে চড়ে ফিরে আসবেন, আর তার অন্তরের দরজা প্রকৃত পথের জন্য বন্ধ করে রাখে। তবে এইবারে, ব্রাদার ঝেন প্রভুর প্রত্যাবর্তন বিষয়ক শাস্ত্রবাক্য নিয়ে তার সাথে আলোচনা করে, আর সে আবিষ্কার করে, বাইবেলে এই ভবিষ্যদ্বাণী রয়েছে যে নতুন বাক্য বলতে আর মানুষকে পরিশুদ্ধ করতে প্রভু অন্তিম সময়ে গোপনে, অবতাররূপ ধারণ করে ফিরে আসবেন, এবং তারপরেই কেবল ভালোকে পুরষ্কার আর মন্দকে শাস্তি দিতে তিনি প্রকাশ্যে আবির্ভূত হবেন। একই সাথে, সে বুঝতে পারে আমাদের দরজায় প্রভুর করাঘাত করার প্রকৃত অর্থ, আর ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাওয়ার সক্ষমতাই প্রভুর প্রত্যবর্তনকে স্বাগত জানানোর চাবিকাঠি। অবশেষে সে যখন সর্বশক্তিমান ঈশ্বরের বাক্যে ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পেলো, তখন সে নিজের মনের দরজার আগল খুলে প্রভুর ফিরে আসাকে স্বাগত জানালো।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন