Bengali Testimony | মিথ্যা বলার যন্ত্রণা
26-03-2023
অন্যের অবজ্ঞা প্রতিরোধ করতে, তিনি মিথ্যা বলেন এবং তাঁর ত্রুটি ও ঘাটতিগুলো গোপন করেন। তাঁর মিথ্যাগুলো ফাঁস হয়ে যাবে এই ভয়ে, তিনি পুরানো মিথ্যাকে জোড়াতালি দিতে নতুন মিথ্যার জাল বুনেন। ভেতরে ভেতরে তিনি নিজেকে দোষী মনে করেন এবং যন্ত্রণা অনুভব করেন। তিনি চিন্তা করলেন ঠিক কী কারণে তাঁকে মিথ্যা বলতে হয়। ঈশ্বরের বাণী প্রকাশের মাধ্যমে তিনি তাঁর মিথ্যা বলার মূল কারণ খুঁজে পান এবং বুঝতে পারেন কীভাবে তিনি মিথ্যা বলা বন্ধ করে একজন সৎ ব্যক্তি হতে পারেন।
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও