Bengali Testimony | আমার পরিবারের দ্বারা নিপীড়িত হওয়া: এক শিক্ষণীয় অভিজ্ঞতা
26-01-2023
প্রধান চরিত্র হলেন কানাডায় বসবাসকারী একজন চীনা মহিলা যিনি সর্বশক্তিমান ঈশ্বরের গির্জার একজন খ্রীষ্টান। যখন তাঁর স্বামী শোনেন এবং বিশ্বাস করেন চাইনিজ কমিউনিস্ট পার্টি এবং ধর্মীয় বিশ্বের দ্বারা সর্বশক্তিমান ঈশ্বরের গির্জার নিন্দা করা মিথ্যা প্রচার, তখন তিনি তাঁর বিশ্বাসের বিরোধিতা করার জন্য তাঁর ক্ষমতার আয়ত্তে থাকা সব কিছু করেন, তাঁর পরিবারের সঙ্গে একত্রিত হয়ে তাঁকে নিপীড়ন করেন। এমনকি তাঁরা তাঁকে আর্থিক জালিয়াতির অভিযোগে অভিযুক্ত করার এবং কানাডিয়ান সরকার দ্বারা তাঁকে নির্বাসিত করার হুমকিও দেন। কীভাবে তিনি তাঁর পরিবারকে রাজি করালেন যারা তাঁর বিশ্বাসের বিরোধিতা করেছিলেন? তিনি এটা থেকে কী শিখলেন? আসুন তাঁর গল্প শুনি।
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও