Bengali Testimony | এখন আমি হৃদয় থেকে কথা বলতে পারি

20-12-2022

যখন আমরা জানি যে কেউ ভুল করছে, তখন সেই প্রসঙ্গ উথ্থাপন করে তাকে সাহায্য করা কেন এত কঠিন? যখন আমরা দেখি কোনো সমস্যা গির্জার কাজের ক্ষতি করছে, তখন কথা বলতে ও কাউকে অসন্তুষ্ট করতে আমরা এত ভয় পাই কেন? কেন আমরা জনতোষণকারী হওয়া ও অন্যের সঙ্গে সম্পর্ক বজায় রাখায় এত জোর দিই? কেন হৃদয় থেকে কথা বলা এত কঠিন? এক খ্রীস্টান ম্যাথিউ এই ভিডিওতে তার নিজের অভিজ্ঞতা ও বোধ তুলে ধরেছে-দেখা যাক সে তার অভিজ্ঞতা থেকে কী জ্ঞান সঞ্চয় করেছে ও কী অনুশীলন করেছে।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন