Bengali Christian Song | কেউ না পায় ঈশ্বরের কাজের তল

22-09-2022

ঈশ্বর ও মানুষকে সমান ভাবা যায় না।

তাঁর নির্যাস ও কর্ম অগাধ, বোধের অগম।

ঈশ্বর যদি তাঁর সব কাজ নিজে না করেন,

লোক মাঝে নিজে না বলেন,

তাঁর ইচ্ছা কখনো যাবে না বোঝা।

ঈশ্বরে উৎসর্গ করেছে যারা সম্পূর্ণ জীবন,

তারাও পাবে না জেনো তাঁর অনুমোদন।

ঈশ্বরের কাজের সীমা যেন মানুষ না বেঁধে দেয়।

মানুষ তো তুচ্ছ কীট ঈশ্বরের নজরে,

সেই মানুষ কিভাবে পাবে তাঁর কর্মের তল?

না পারে মানুষ বাঁধতে তাঁর কাজের সীমা।

মানুষ তো তুচ্ছ কীট ঈশ্বরের নজরে,

সেই মানুষ কিভাবে পাবে তাঁর কর্মের তল?

তাঁর কর্ম বিনা মানুষের সেরা কাজেরও দাম নেই,

মানুষের চেয়ে তাঁর ভাবনা উঁচু সদা'ই।

ঈশ্বরের প্রজ্ঞার তল কেউ পায় না,

ঈশ্বর বলেন তাই,

যারা ভাবে ঈশ্বর ও তাঁর কাজ তারা পুরো বোঝে,

মূর্খ তারা, উদ্ধত ও অকর্মণ্য।

মানুষকে করা হয়েছে ভ্রষ্ট,

প্রকৃতি তার ঈশ্বরবিরোধী।

ঈশ্বরের সমান তারা কখনোই নয়,

তাঁর কাজে পরামর্শও পারে না দিতে।

ঈশ্বরের কাজের সীমা যেন মানুষ না বেঁধে দেয়।

মানুষ তো তুচ্ছ কীট ঈশ্বরের নজরে,

সেই মানুষ কিভাবে পাবে তাঁর কর্মের তল?

না পারে মানুষ বাঁধতে তাঁর কাজের সীমা।

মানুষ তো তুচ্ছ কীট ঈশ্বরের নজরে,

সেই মানুষ কিভাবে পাবে তাঁর কর্মের তল?

মানুষকে কীভাবে পথ দেখাবেন সে তাঁর নিজেরই কাজ।

মানুষ মানুক তাঁকে, না রেখে মতামত,

কারণ মানুষ শুধুই ধূলিকণা।

আমরা খুঁজি তাঁকে, তাই কখনোই

নিজ-নিজ ধারণা আরোপ করব না

কর্মের উপরে তাঁর,

ভ্রষ্ট স্বভাবে ঘটাব না বিঘ্ন তাঁর কর্মে।

তা করে খ্রীষ্টবিরোধীগণ।

তারা কি আদৌ বিশ্বাসী হয়?

ঈশ্বরের কাজের সীমা যেন মানুষ না বেঁধে দেয়।

মানুষ তো তুচ্ছ কীট ঈশ্বরের নজরে,

সেই মানুষ কিভাবে পাবে তাঁর কর্মের তল?

না পারে মানুষ বাঁধতে তাঁর কাজের সীমা।

মানুষ তো তুচ্ছ কীট ঈশ্বরের নজরে,

সেই মানুষ কিভাবে পাবে তাঁর কর্মের তল?

আমরা যেহেতু তাঁর অস্তিত্ব মানি,

যেহেতু চাই তাঁকে তুষ্ট করতে ও দেখতে,

তাই খোঁজা উচিত সত্যের পথ,

তাঁর সঙ্গে সঙ্গতি মেলাবার পথ,

করব না তাঁর কঠোর বিরোধিতা,

বিরোধিতা করে লাভটা কি?

ঈশ্বরের কাজের সীমা যেন মানুষ না বেঁধে দেয়।

মানুষ তো তুচ্ছ কীট ঈশ্বরের নজরে,

সেই মানুষ কিভাবে পাবে তাঁর কর্মের তল?

না পারে মানুষ বাঁধতে তাঁর কাজের সীমা।

মানুষ তো তুচ্ছ কীট ঈশ্বরের নজরে,

সেই মানুষ কিভাবে পাবে তাঁর কর্মের তল?

মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান থেকে

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন