Bengali Testimony | আমার বন্দিদশার দিনগুলি
23-12-2022
কেন তার স্বামী প্রথমে তার বিশ্বাসকে সমর্থন করলেও, হঠাৎ নিজের মনোভাব পরিবর্তন করে তাকে সমাবেশে যোগদান এবং সুসমাচার প্রচার করার কাজে বাধা দিল? তার স্বামীর তার উপর নজরদারি, তাকে তাদের বাড়িতে আটকে রাখা থেকে শুরু করে তাকে মানসিক হাসপাতালে নিয়ে যাওয়ার মত অভিজ্ঞতার মুখোমুখি হওয়ার পরেও, কীভাবে সে ঈশ্বরের সাহায্যে ধাপে ধাপে এই পথ অতিক্রম করল? এইসব অভিজ্ঞতা থেকে সে কি শিখেছে?
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও