Bengali Christian Testimony | চতুর ও প্রতারক হওয়ার ফলে পাওয়া যন্ত্রণাময় শিক্ষা
15-04-2023
সে সব সময়েই তার দায়িত্ব পালনে বেপরোয়া, চতুর আর প্রতারক ছিল। মোকাবিলা আর কাজ কমিয়ে দেয়া সত্ত্বেও তার কোনো অনুতাপ ছিল না। শেষে, সে বরখাস্ত হয়, নিজেকে নিয়ে ভাবে, আর অনুশোচনা ও আত্মগ্লানিতে ভোগে। ঈশ্বরের বাক্য ভোজন ও পান করে দায়িত্ব পালনে চতুর ও প্রতারণা করার প্রকৃতি ও ফলাফল সম্পর্কে সে কী জানতে পারল? সে কী পরিবর্তন আনে?
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও