Bengali Testimony | আমি আমার বিশ্বাসে দৃঢ় ছিলাম না
08-02-2023
মূল চরিত্রটিতে রয়েছেন একজন ক্যামেরুন খ্রিস্টান যিনি একদিন একটি বহুজাতিক কোম্পানি থেকে একটি পদে চাকরীর সাক্ষাৎকারের জন্য একটি কল পান। সে খুব আনন্দের সাথে বিশ্বাস করে যে ঈশ্বরের কৃপায় সে চাকরীটি পেয়ে যাবে কারণ সে তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে। কিন্তু সে অবাক হয় যে তাকে এই পদের জন্য নির্বাচন করা হয় না—সে ঈশ্বরের প্রতি অনেক বেশি অভিযোগ করে এবং এমনকি সে আর তার দায়িত্বও পালন করতে চায় না। কিন্তু পরবর্তীতে, ঈশ্বরের বিচারের মাধ্যমে সে বুঝতে পারে যে, তার কর্তব্য পালনের প্রতি তার যে উৎসাহ ছিল তার পিছনে লুকিয়ে ছিল শুধুমাত্র ঈশ্বরের আশীর্বাদ পাওয়া। সে অনুতপ্ত হয়। তার পরবর্তী সাক্ষাৎকারের সময় প্রতি তার মনোভাব কেমন হবে?
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও