Bengali Testimony | আমি একজন খ্রীষ্টবিরোধীর পাশে দাঁড়াতে চলেছিলাম
21-02-2023
সে গির্জার একজন নেত্রী। যখন সে জানতে পারে যে একজন পূর্ব পরিচিত সহকর্মী খ্রীষ্টবিরোধী হয়ে উঠেছে এবং তাকে বহিষ্কার করা হবে, সে বিভ্রান্ত বোধ করে: যে কেউ কষ্ট সহ্য করতে এবং নিজেকে ব্যয় করতে সক্ষম ছিল সে কেন একজন খ্রীষ্টবিরোধী হয়ে উঠবে? সে খ্রীষ্টবিরোধীর কথায় বিশ্বাস করে এবং তাকে রক্ষা করেন। কীভাবে সে শেষ পর্যন্ত খ্রীষ্টবিরোধীকে চিনতে পারে? এবং কীভাবে সে তার ভুল ধারণা সমাধানের জন্য সত্য সন্ধান করে?
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও