Bengali Testimony | আমি প্রভুর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছি

20-03-2023

সে এক ক্যাথলিক গির্জার ডিন, এবং পরিবারে চতুর্থ প্রজন্মের ক্যাথলিক। ১৯৯৯-এ, তার স্ত্রী তাকে বলে যে প্রভু ইতিমধ্যেই দেহরূপে ফিরে এসেছেন, কিন্তু সে নিশ্চিত যে প্রভু যখন ফিরবেন তিনি সব মানুষের সামনে মেঘারূঢ় হয়ে আবির্ভূত হবেন, তিনি গোপনে আসতেই পারেন না। কিন্তু পরে সে বাইবেল খুঁজে আবিষ্কার করে যে প্রভুর গোপনে আসার বহু ভবিষ্যদ্বাণী বাইবেলে আছে। এটা তাকে আরও ভাবায়। কীভাবে সে ধীরে ধীরে নিজের ধারণা ছেড়ে প্রভুর প্রত্যাবর্তনকে স্বাগত জানাল? জানতে হলে দেখুন “আমি প্রভুর প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছি”।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন