Bengali Testimony | আমি জীবনের সজীব জল উপভোগ করেছি

05-01-2023

জি জিং একটা খ্রীষ্টানদের পরিবারে জন্মগ্রহণ করেছিল—প্রভুর প্রতি তার পরিবারের বিশ্বাস তিন প্রজন্ম পুরোনো—এবং বড় হওয়ার পরে, সে গির্জায় ক্রমাগত প্রভুর সেবা করে যায়। কিন্তু ধীরে ধীরে, সে আবিষ্কার করে যে গির্জা আরও বেশি জনশূন্য হয়ে উঠছে এবং পাদ্রীরা কেবল একই পুরোনো বিষয়গুলো প্রচার করে। সর্বোপরি, তাদের আচরণ প্রতিটা মোড়ে প্রভুর ইচ্ছার বিরুদ্ধে যায়। সে তার জীবনের জন্য কোনো পুষ্টি লাভ করতে পারে না এবং তার আত্মা ক্রমশ তৃষ্ণার্ত এবং বিষণ্ণ হয়ে যায়। তার বেদনায়, সে প্রায়ই প্রভুকে ডাকে, তাঁর শীঘ্র প্রত্যাবর্তনের আকাঙ্ক্ষা করে। তারপর একদিন যখন সে প্রভুর আগমন সম্পর্কে তথ্যের জন্য অনলাইনে অনুসন্ধান করছিল, তখন সে সর্বশক্তিমান ঈশ্বরের বাণী পড়ার একটা ভিডিও দেখতে পায়। সেই বাণীগুলো তার আত্মাকে নাড়িয়ে দেয়—সে অনুভব করে যে সেগুলো শক্তি এবং কর্তৃত্বে পূর্ণ, এবং সেগুলোকে ঈশ্বরের কণ্ঠস্বর বলে মনে হয়। সে সর্বশক্তিমান ঈশ্বরের কাজের অনুসন্ধান শুরু করে। সর্বশক্তিমান ঈশ্বরের বাণী পড়ে, তার তৃষ্ণার্ত আত্মা সিঞ্চন এবং পুষ্টি লাভ করে এবং সে ধর্মীয় জগতের জনশূন্যতার মূল বুঝতে পারে। মেষশাবকের পদচিহ্নের সঙ্গে পাল্লা দিতে তার পথপ্রদর্শন করার জন্য সে ঈশ্বরের কাছে অত্যন্ত কৃতজ্ঞ।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন