Bengali Testimony | আমি আর আমার দায়িত্ব এড়িয়ে যাচ্ছি না

17-02-2023

মুখ্য চরিত্রের ব্যক্তিটি গির্জার বিভিন্ন কাজের দায়িত্বে, একটা দলনেতার পদের জন্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু, তাঁর মনে হয় যে এটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং তিনি সেটা গ্রহণ করতে চান নি, এই আশঙ্কায় যে যদি তিনি তাঁর কর্তব্য ঠিকভাবে পালন না করেন তাহলে কাজে ক্ষতি হবে এবং তাঁর থেকে কর্তব্য পালনের সুযোগ কেড়ে নেওয়া হবে। ঈশ্বরের বাণীর বিচার এবং শাস্তির মাধ্যমে তিনি বুঝতে পারেন যে তিনি দায়িত্বভার এড়িয়ে যাচ্ছিলেন কারণ তিনি তাঁর ভবিষ্যতের সম্ভাবনা এবং গন্তব্যের উপর অত্যধিক মনোনিবেশ করেছিলেন, তাই তিনি ঈশ্বরের থেকে নিজেকে আড়াল করছিলেন এবং তাঁকে ভুল বুঝছিলেন। তারপর তিনি এই কর্তব্য সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গির পরিবর্তন করেন এবং এটাকে ঈশ্বরের আজ্ঞা হিসেবে দেখেনঃ তাঁর ভবিষ্যৎ এবং গন্তব্য যাই হোক না কেন, তাঁর এই দায়িত্ব গ্রহণ করা উচিত। এই অভিজ্ঞতা থেকে তিনি আরও বাস্তবিক বিচারবুদ্ধি লাভ করেন, তিনি বুঝতে পারেন যে এই দায়িত্ব পালনের মাধ্যমে তিনি তাঁর খামতি পূরণ করতে পারবেন, এবং এটা ঈশ্বরের আশীর্বাদ।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন