Bengali Christian Song | কীভাবে ঈশ্বর সকল কিছুতে সার্বভৌম

23-10-2022

যে ক্ষণ হতে তুমি এ জগতে আসো,

করে দাও শুরু নিজের দায়িত্ব পালন।

ঈশ্বরের নির্বন্ধে, পরিকল্পনায়

তোমার ভূমিকা নেওয়া, জীবনে-যাত্রাপথে।

যা-ই ছিলে তুমি, যেমন-ই হোক তোমার আগামী,

কেউ না পারে এড়িয়ে যেতে

স্বর্গের সমন্বয়সাধন, আয়োজন,

কারো হাতে নেই যে নিজেদের নিয়তি,

যিনি সকল কিছুতে সার্বভৌম

তিনিই তা করতে পারেন।

যেদিন থেকে সৃষ্ট হল মানব,

ঈশ্বর এভাবেই কাজ করে চলেছেন,

তিনিই করেন বিশ্ব-পরিচালন, করেন নির্দেশন

সকল কিছুর বদল ও গতিপথ।

সবকিছুর মতোই মানব জাতি পায় ঈশ্বরের

শিশির, বৃষ্টি ও তাঁর মিষ্টতার পুষ্টি নীরবে, অজান্তে।

সবকিছুর মতোই, নিজের অজান্তে

মানুষ থাকে ঈশ্বরের হাতের সমন্বয়সাধনের অধীনে।

মানুষের হৃদয় ও আত্মা ঈশ্বরেরই হাতে,

তাঁর চোখে যায় দেখা সমগ্র মানবজীবন।

তুমি বিশ্বাস করো বা না করো,

জীবিত বা মৃত সবকিছু,

সরে যাবে, বদলে যাবে,

আবার নতুন হবে, মিলিয়ে যাবে

কেবল তাঁরই ইচ্ছায়।

এভাবেই ঈশ্বর সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন।

বাক্য, খণ্ড ১, ঈশ্বরের কাজ এবং ঈশ্বরকে জানা, ঈশ্বর হলেন মানুষের জীবনের উৎস

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন