Bengali Sermon Series | Seeking True Faith: অন্তিম সময়ে ঈশ্বরের বিচার কার্য মানবজাতিকে কীভাবে শুদ্ধ করে এবং রক্ষা করে?

27-11-2022

মানুষ বুঝতে পেরেছে যে আমাদের উপর নানা মহাবিপর্যয় নেমে এসেছে আর যারা প্রভু মেঘে চড়ে আসবেন বলে আশা রাখেন তারা তা দেখার জন্য মুখিয়ে আছেন। বছরের পর বছর অপেক্ষার পরেও তারা তাঁকে এখনো আসতে দেখে নি। এর পরিবর্তে, তারা অন্তিম সময়ে সর্বশক্তিমান ঈশ্বরের বিচার কার্যের সাক্ষ্যস্বরূপ পূর্বের বজ্রালোক দেখতে পান। এটা তাদের কাছে বড়ই হতাশার। অনেকেই তাদের ধারণা আর কল্পনাকে আঁকড়ে ধরে থাকে, সত্য পথের খোঁজ আর অনুসন্ধান করতে চায় না, যে কারণে তারা এখনও প্রভুকে স্বাগত জানায়নি নি, উল্টে বিপর্যয়ের মধ্যে পড়েছে। কিন্তু এমন অনেক মানুষ আছে যারা সত্যকে ভালবাসে আর যখন তারা সর্বশক্তিমান ঈশ্বরের বাণী পড়ে, তখন তারা দেখে তাদের ক্ষমতা আর কর্তৃত্ব, আর দেখে যে তারা সবাই সত্য। তারা ঈশ্বরের কণ্ঠ চিনতে পারে, তাই আর তাদের ধারণার বশবর্তী না থেকে, সত্য পথের অনুসন্ধান করতে থাকে। তাদের প্রথম জিজ্ঞাস্য ছিল, তাদের পাপ ক্ষমা করা হলে আর ঈশ্বর তাদেরকে ধার্মিক বলে গণ্য করে থাকলে, এরপরেও কেন ঈশ্বরকে বিচারের কার্য করতে হবে, আর কীভাবে ঈশ্বর অন্তিম সময়ে সেই কাজের মাধ্যমে মানবজাতিকে শুদ্ধ করে উদ্ধার করেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সবচেয়ে বিভ্রান্তিকর এই দুটো প্রশ্ন প্রত্যেক সত্যানুসন্ধানীর বোঝা উচিত। প্রকৃত বিশ্বাসের সন্ধানের এই পর্ব আপনাকে সত্যানুসন্ধান করতে আর উত্তর খুঁজে পেতে সাহায্য করবে।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন