সুসমাচার বিষয়ক চলচ্চিত্র | স্বর্গ-রাজ্যের ভোজসভা | A Catholic Priest's Testimony

05-07-2023

চেন মিংদে একজন ক্যাথলিক যাজক। সে দেখতে পায় ক্যাথলিক গির্জা উত্তরোত্তর পরিত্যক্ত ও অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ছে, এমনকি বিশপ এবং অনান্য যাজকবৃন্দও সরকারের সাথে আপস করে থ্রি-সেল্ফ গির্জায় যোগ দিয়েছে। এটা তাকে সত্যিই যন্ত্রণা দেয়, নিরাশ করে। পবিত্র আত্মার কাজ রয়েছে এমন একটা গির্জা খুঁজে পাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে করতে অপ্রত্যাশিতভাবেই সর্বশক্তিমান ঈশ্বরের সুসমাচার কানে আসে তার। সর্বশক্তিমান ঈশ্বরের প্রচুর বাক্য পড়ার পর সে সেগুলোকে ঈশ্বরের কণ্ঠস্বর হিসাবে চিনতে পারে, বুঝতে পারে যে সর্বশক্তিমান ঈশ্বরই হলেন প্রত্যাবর্তিত প্রভু যীশু, এবং তাঁকে সানন্দে গ্রহণ করে। কিন্তু চেন মিংদে অবাক হয়ে দেখে, যখন বিশপরা আর অনান্য যাজকরা এটা আবিষ্কার করে, তারা তার নিন্দা করার জন্য এবং সর্বশক্তিমান ঈশ্বরকে গ্রহণ করা থেকে তাকে বিরত রাখার জন্য ঝাঁপিয়ে পড়ে। এমনকি তাকে জোর করে প্রকৃত পথ থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে তার তত্ত্বাবধানে থাকা গির্জায় ভাঙচুর করার জন্য লোকও পাঠায়। চেন মিংদে বিশপ ও যাজকদের সত্য-বিদ্বেষী, ঈশ্বর-বিরোধী, শয়তানসুলভ স্বরূপগুলো দেখতে পায়, এবং সে বিশপ হিসেবে তার পদ ত্যাগ করে, ক্যাথলিক গির্জাও ছেড়ে দেয়, এবং সক্রিয়ভাবে ঈশ্বরের রাজ্যমূলক সুসমাচারের প্রসার ও সাক্ষ্যপ্রদান শুরু করে। সে অনেক মানুষকে সর্বশক্তিমান ঈশ্বরের অভিমুখী হওয়ায় নেতৃত্ব দেয় এবং আত্মতুষ্টিতে ভুগতে আরম্ভ করে, ব্রাদার-সিস্টারদের প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে সে প্রায়ই জাহির করতে থাকে যে সে কত কাজ করেছে আর কত কষ্টভোগ করেছে। তার অহঙ্কারী স্বভাব ক্রমশ আরও ফুলেফেঁপে উঠতে থাকে—সে উদ্ধতভাবে অন্যদের ভাষণ দিয়ে চলে, স্বৈরাচারী হয়ে ওঠে, এবং কারও কোনো পরামর্শ গ্রহণ করে না। এর ফলে, এক সমাবেশে সে গ্রেপ্তার হয়। কমিউনিস্ট পার্টির বীভৎস অত্যাচার আর মগজধোলাইয়ের মধ্যে দিয়ে যাওয়ার পর, সে আত্ম-সমীক্ষা আরম্ভ করে। ঈশ্বরের বাক্যের উদ্ঘাটনের মাধ্যমে দেখতে পায় যে সে প্রচণ্ড অহঙ্কারী ও চেতনাহীন, সে অন্যদের হৃদয়ে নিজের আসন প্রতিষ্ঠা করার চেষ্টা করে যাচ্ছিলো, এবং সে খ্রীষ্টবিরোধীর পথেই রয়েছে। ঈশ্বরের বাক্যের বিচার, শাস্তি, আর অনুশাসন না থাকলে, সে ঈশ্বরের প্রতিরোধ করার অপরাধে অবশ্যই ধ্বংস হয়ে যেতো। ঈশ্বরের বাক্যের বিচার ও পরিশোধনের মাধ্যমে চেন মিংদে কিছু সত্য শেখে, এবং সে তার ভ্রষ্ট স্বভাবের কিছু শুদ্ধিকরণ ও রূপান্তর অর্জন করে। সে অনুভব করে যে সে কতকিছু লাভ করেছে, এবং সে সত্যিই স্বর্গ-রাজ্যের ভোজসভায় অংশগ্রহণ করছে।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন