Bengali Testimony | বিশ্বাস: শক্তির উৎস

30-11-2022

মূল চরিত্রটি হল মায়ানমারের এক খ্রিস্টান যে সর্বশক্তিমান ঈশ্বরের অন্তিম সময়ের কাজ অনলাইনে স্বীকার করেছে। কিন্তু তার যাজকেরা তার নতুন বিশ্বাসে বাধা হয়ে দাঁড়ায়, গুজব ও মিথ্যা ছড়ায়, যাতে তার স্ত্রী ও মা সর্বশক্তিমান ঈশ্বরে তার বিশ্বাসের বিরোধিতা করে। তার স্ত্রী, এমনকী বিবাহ বিচ্ছেদের হুমকি দিয়ে তাকে চাপ দেওয়ার চেষ্টাও করে। পরিবারের সঙ্গে এই সংঘর্ষ তাকে পীড়িত ও দুর্বল করে তোলে, এবং সে তার পরিবারে শান্তি বজায় না রাখার জন্য ঈশ্বরকে দোষ দেয়। কিন্তু তারপর দিকনির্দেশ ও ঈশ্বরের বাক্যের প্রদীপ্তির মাধ্যমে সে তার ঈশ্বর-বিশ্বাসের ধারণার ভুল বুঝতে পারে এবং সাক্ষ্য দেওয়ার শক্তি অর্জন করে। এবং সবশেষে, তার স্ত্রী ও মা উভয়েই সর্বশক্তিমান ঈশ্বরের অন্তিম সময়ের কাজ স্বীকার করে ও যাজকের আচরণও বুঝতে পারে।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন