Bengali Sermon Series | Seeking True Faith: আমাদের পাপ ক্ষমা করা হয়েছে — প্রভু যখন ফিরবেন তিনি কি আমাদের সরাসরি তাঁর রাজ্যে নিয়ে যাবেন?

10-10-2022

বিপর্যয় বেড়েই চলেছে এবং বিশ্বাসীরা ত্রাতার আবির্ভাবের জন্য সাগ্রহে অপেক্ষা করছে তাদের ঘুমের মধ্যে প্রভুর সঙ্গে সাক্ষাতের জন্য আকাশে উত্তোলিত হওয়ার আকাঙ্খায় এবং ক্রমশ তীব্রতর হতে থাকা বিপর্যয়ের কবল থেকে মুক্তির আশায়। তারা বিশ্বাস করে যে যেহেতু প্রভু যীশুর প্রতি বিশ্বাসের জন্য তাদের পাপ ক্ষমা করা হয়েছে, প্রভু তাদের আর পাপের অধীন বলে মনে করেন না, তাদের সেই সবই আছে যা থাকা প্রয়োজন, এবং যখন প্রভু আসবেন তাদের সরাসরি রাজ্যে নিয়ে যাওয়া হবে। কিন্তু যা অনেকের কাছেই দুর্বোধ্য তা হল মহাবিপর্যয় এসে পড়েছে, তবু তারা এখনও ঈশ্বরকে স্বাগত জানায়নি। শুধুমাত্র পূর্বের বিদ্যুল্লেখা এই সাক্ষ্য বহন করছে যে কিছু পূর্বেই প্রভু সর্বশক্তিমান ঈশ্বর রূপে প্রত্যাবর্তন করেছেন, বহু সত্য ব্যক্ত করেছেন এবং ঈশ্বরের গৃহ থেকে বিচারের কাজ শুরু করেছেন এবং বিপর্যয়ের আগেই বিপর্যয় বিজয়ীর একটি দল তৈরি করেছেন। পূর্বের বিদ্যুল্লেখা যার সাক্ষ্য বহন করে সেই সর্বশক্তিমান ঈশ্বরই কি প্রত্যাবর্তিত প্রভু? ইতিপূর্বেই আমার পাপ প্রভুতে বিশ্বাসের মাধ্যমে স্খালন হয়েছে এবং তিনি আর আমাকে পাপী গণ্য করেন না। যখন তিনি ফিরবেন, তাঁর কি আমাকে সরাসরি স্বর্গে নিয়ে যাওয়া উচিত নয়? তাহলে ঈশ্বরের অন্তিম সময়ের বিচারের কাজের একটি পর্যায় সম্পাদন করার দরকার কী? উত্তর জানতে প্রকৃত বিশ্বাসের সন্ধানের এই পর্বটি দেখুন।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন