Bengali Testimony | প্রভুর প্রত্যাবর্তন সম্পর্কে, কার কথা শোনা উচিত?

11-03-2023

সর্বশক্তিমান ঈশ্বরের গির্জার এক ভ্রাতা ও ভগিনীর সাথে প্রধান চরিত্রটির আলাপ হয় ফেসবুকে, এবং তাঁদের আলোচনা তাঁর কাছে নতুন এবং আলোকময় বলে মনে হয়। তিনি আধ্যাত্মিক পুষ্টিসাধকতা লাভ করেন, কিন্তু যখন তিনি তাঁদের স্বাক্ষ্য শোনেন যে সর্বশক্তিমান ঈশ্বরই হলেন প্রত্যাবর্তিত প্রভু যীশু, তখন তিনি সর্বশক্তিমান ঈশ্বরের গির্জার বিরুদ্ধে তাঁর যাজকের রায়ের কথা ভাবেন। তিনি তখনই সতর্ক হয়ে যান এবং সেটা নিয়ে আর ভাবার সাহস করেন না। কিন্তু প্রার্থনা এবং অনুসন্ধানের মাধ্যমে, তিনি উপলব্ধি করেন যে বিশ্বাসে, সমস্ত কিছু অবশ্যই ঈশ্বরের বাণী অনুসারে করা উচিৎ, বিশেষ করে সত্য পথের অনুসন্ধানের মত গুরুত্বপূর্ণ কোন জিনিস। অন্য মানুষের কথায় চলা মানে একজন মানুষকে বিশ্বাস করা এবং অনুসরণ করা। তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্তিম সময়ের কাজ তদন্ত করার সিদ্ধান্ত নেন। সর্বশক্তিমান ঈশ্বরের বাণী পড়ার মাধ্যমে তার সন্দেহ দূর হয়, তিনি নিশ্চিত হন যে তিনি প্রত্যাবর্তিত প্রভু যীশু এবং তিনি সর্বশক্তিমান ঈশ্বরের অন্তিম সময়ের কাজকে গ্রহণ করেন। একই সময়ে, তিনি যাজকদের এবং বয়োজ্যেষ্ঠদের ভণ্ডামী, ঈশ্বর-প্রতিরোধী সারসত্তা সম্পর্কে সচেতন হন এবং বুঝতে পারেন যে যাজকদের অনুসরণ করে এবং তাদের কথায় বিশ্বাস করলে, তাঁর স্বর্গরাজ্যে প্রবেশের সম্ভাবনা নষ্ট হয়ে যাবে।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন