Bengali Testimony | একটি ঘরোয়া যুদ্ধের নেপথ্যে

09-02-2023

প্রধান চরিত্রের স্ত্রী যখন দেখেন যে কীভাবে কমিউনিস্ট পার্টি খ্রীষ্টানদের অত্যাচার করছে, তখন সে এই ভেবে ভয় পায় যে তার স্বামীর বিশ্বাসের ফলে পুরো পরিবার সমস্যায় জড়িয়ে পড়বে। সে তখন তাদের ছেলে এবং পুত্রবধূর সঙ্গে মিলে তাকে আটকানোর জন্য প্রাণপণ চেষ্টা করে চলে, এমনকি বিবাহবিচ্ছেদের হুমকি, আত্মহত্যা এবং ছুরি চালিয়ে তার বিশ্বাস পরিত্যাগের চেষ্টাও করে। তার পরিবারের কাছ থেকে এমন ভয়ঙ্কর অবস্থার মুখোমুখি হয়ে সে কী নির্বাচন করে? এই ঘরোয়া লড়াইয়ের নেপথ্যে তার নিজের ব্যক্তিগত যাত্রা কী? জানতে অনুগ্রহ করে ভিডিওটি দেখুন।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।👇

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন