ঈশ্বরের প্রতিদিনের বাক্য: ঈশ্বরের স্বভাব এবং তিনি কে ও তাঁর কী আছে | উদ্ধৃতি 254

17-03-2022

জীবনের গতিপথ কারও নিয়ন্ত্রণে থাকে না বা এটি সহজে অর্জন করতে পারার মতো বিষয়ও নয়। কারণ জীবন কেবল ঈশ্বর প্রদত্ত, অর্থাৎ, শুধুমাত্র ঈশ্বর নিজেই জীবনের সারসত্যের অধিকারী এবং জীবনের গতিপথ শুধুমাত্র তাঁরই নিয়ন্ত্রণে রয়েছে। আর তাই একমাত্র ঈশ্বরই হলেন প্রাণের উৎস এবং প্রাণ সঞ্চারী অমৃতের অনন্ত প্রবাহী ধারা। পৃথিবীর জন্মলগ্ন থেকেই, ঈশ্বর জীবনের প্রাণশক্তির সাথে সম্পর্কিত বহু কাজ করেছেন, প্রাণসঞ্চারী কাজ করেছেন এবং মানবজাতির জীবনের জন্য মূল্যও পরিশোধ করেছেন। এর কারণ হল ঈশ্বর নিজেই অনন্ত জীবনের আধার এবং ঈশ্বর নিজেই সেই পথ যার মাধ্যমে মানুষ পুনরুত্থিত হতে পারে। ঈশ্বর কখনই মানুষের হৃদয়ে অনুপস্থিত থাকেন নি, তিনি সর্বদা মানুষের মধ্যে থাকেন। তিনি মানুষের জীবনের চালিকাশক্তি, মানুষের অস্তিত্বের মূল এবং জন্ম পরবর্তীকালে অস্তিত্বের এক সযত্নে লালিত সম্পদ। তাঁর জন্যই মানুষের পুনর্জন্ম হয় এবং তিনিই তাকে প্রতিটি ভূমিকা যথাযথ ভাবে পালনে সক্ষম করেন। তাঁর অপার শক্তি এবং অদম্য প্রাণশক্তির বদান্যতায় মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে আছে, যেখানে ঈশ্বরের জীবনীশক্তিই মানুষের অস্তিত্বের মূল ভিত্তি এবং ঈশ্বর এর জন্য এমন মূল্য প্রদান করেছেন যা সাধারণ মানুষের কল্পনাতীত। ঈশ্বরের জীবনীশক্তি সমস্ত শক্তির ওপর জয়লাভ করতে পারে; তদুপরি, এটি যেকোনও শক্তিকেই অতিক্রম করতে সক্ষম। তাঁর জীবন চিরন্তন, তাঁর শক্তি অসাধারণ এবং তাঁর জীবনীশক্তি কোনও সৃষ্ট সত্তা বা প্রতিপক্ষ শক্তি দ্বারা পরাভূত হতে পারে না। স্থান-কাল নির্বিশেষেই ঈশ্বরের অফুরন্ত প্রাণশক্তি সর্বদা বিদ্যমান এবং উজ্জ্বল দীপ্তির আলোকে উদ্ভাসিত হয়। স্বর্গ এবং মর্ত্যে আমূল পরিবর্তন আসতে পারে, কিন্তু ঈশ্বরের জীবন চিরকাল একই থেকে যায়। সমস্ত কিছু নিশ্চিহ্ন হয়ে গেলেও ঈশ্বর থেকে যাবেন, কারণ ঈশ্বরই সমস্ত অস্তিত্বের উৎস এবং মূল। মানুষের জীবনের উৎপত্তিস্থল ঈশ্বর, স্বর্গের অস্তিত্বের মূলেও রয়েছেন ঈশ্বর এমনকি পৃথিবীর অস্তিত্বও ঈশ্বরের জীবনীশক্তি থেকেই উদ্ভূত হয়েছে। জীবনীশক্তি সম্পন্ন কোনও কিছুই ঈশ্বরের সার্বভৌমত্বকে অস্বীকার করতে পারে না এবং শক্তি সম্পন্ন কোনও কিছুই ঈশ্বরের কর্তৃত্বকে এড়িয়ে যেতে পারে না। এইভাবে, নিজেদের স্বরূপ নির্বিশেষে প্রত্যেককে অবশ্যই ঈশ্বরের আধিপত্যে বশ্যতা স্বীকার করতে হবে, প্রত্যেককেই ঈশ্বরের আদেশ অনুসারে জীবনযাপন করতে হবে এবং কেউই তাঁর দৃষ্টির আড়ালে যেতে পারবে না।

—বাক্য, খণ্ড ১, ঈশ্বরের আবির্ভাব ও তাঁর কার্য, শুধুমাত্র অন্তিম সময়ের খ্রীষ্ট মানুষকে অনন্ত জীবনের পথ দেখাতে পারেন

Only God Has the Way of Life

I

The way of life can’t be had by all or grasped with ease. For life is only from God, only He holds its essence. Without Him there would be no way of life. He’s the only source, the spring from which life flows. Since the world began, God’s hand has worked to bring man life, and He’s paid a heavy price, for God Himself is eternal life. (God Himself is the path of resurrection.)

II

God dwells in the heart of every man, and lives among them. The living force and foundation of their breath, the source of richness that feeds every life. Through God, man is reborn and lives in their every role. Through God’s power, through His life force that never fades, man has continued age after age. God’s power will flow forever and ever in triumph and power over everything.

III

His life is eternal, His power extraordinary. No creature, no foe can defeat His life force. Beyond all time and space, His power shines in brilliance. Heaven and earth may change, but God’s life will endure, ever the same. Though all things may pass away, His life eternal remains. Since the world began, God’s hand has worked to bring man life, and He’s paid a heavy price, for God Himself is eternal life. (God Himself is the path of resurrection.) He is the path of resurrection.

IV

For God is the source, the reason that all things exist. For God is the root, the foundation of their existence. For God is the source, the reason that all things exist. For God is the root, the foundation of their existence. (Only God has the way of, only God has the way of, only God has the way of life.) Since the world began, God’s hand has worked to bring man life, and He’s paid a heavy price, for God Himself is eternal life. (God Himself is the path of resurrection.) He is the path of resurrection.

from Follow the Lamb and Sing New Songs

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।👇

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন