খ্রিষ্টীয় গান | সৌভাগ্য প্রাপ্তির জন্য মানুষকে অবশ্যই ঈশ্বরের উপাসনা করতে হবে

06-07-2022

ঈশ্বর এই বিশ্বের স্রষ্টা। এই মানবজাতি তিনি সৃষ্টি করেছেন,

আবার প্রাচীন গ্রীসের সংস্কৃতি এবং মানব সভ্যতার স্থপতিও তিনি।

একমাত্র ঈশ্বর মানুষের শোকে দুঃখে সান্ত্বনা প্রদান করেন,

একমাত্র তিনিই মানুষের কল্যাণে দিবারাত্র রত রয়েছেন।

মানবজাতির উন্নয়ন তথা অগ্রগতি এবং

ঈশ্বরের সার্বভৌমত্ব একে অপরের থেকে অবিচ্ছেদ্য।

তেমনই মানবজাতির ইতিহাস এবং ভবিষ্যতও ঈশ্বরের পরিকল্পনাকে লঙ্ঘন করতে পারে না,

তেমনই মানবজাতির ইতিহাস এবং ভবিষ্যতও ঈশ্বরের পরিকল্পনাকে লঙ্ঘন করতে পারে না।

যে কোনও সাম্রাজ্য বা জাতির উত্থান ও পতন

ঈশ্বরের পরিকল্পনাতেই ঘটে।

ঈশ্বরই একমাত্র জানেন কোনও জাতি বা সাম্রাজ্যের ভাগ্যে কি হতে চলেছে

এবং একমাত্র তিনিই সেই মানবজাতির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারেন,

এবং একমাত্র তিনিই সেই মানবজাতির ভবিষ্যৎ নিয়ন্ত্রণ করতে পারেন।

মানুষ যদি এক উজ্জ্বল আগামীর আশা করে, কোনও রাষ্ট্র যদি আলোকিত এক ভবিষ্যতের আকাঙ্ক্ষায় থাকে,

তাহলে মানুষকে ঈশ্বরের প্রার্থনায় নতজানু হতে হবে।

মানুষ যদি এক উজ্জ্বল আগামীর আশা করে, কোনও রাষ্ট্র যদি আলোকিত এক ভবিষ্যতের আকাঙ্ক্ষায় থাকে,

তাহলে মানুষকে ঈশ্বরের প্রার্থনায় নতজানু হতে হবে।

স্বীকার করতে হবে নিজের সমস্ত পাপ-কর্ম এবং সে জন্য অনুতপ্ত হতে হবে।

এর অন্যথায় মানুষের অদৃষ্ট এবং ভাগ্য অনিবার্য বিপর্যয়ের সম্মুখীন হবে।

মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান থেকে

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন