Bengali Christian Song | যদি হয় তা পবিত্র আত্মার কাজ, তবে তোমার এটি গ্রহণ করা উচিত

31-01-2023

ইহুদিরা পড়েছিল পুরাতন নিয়ম,

অতএব তারা সকলেই জানত

যিশাইয়র ভবিষ্যদ্বাণী—যে এক পুত্র সন্তান

জন্ম নেবে যাবপাত্রে।

এসব জেনেও তারা, তবু

কেন করেছিল নির্যাতন যীশুকে?

এর কারণ ছিল তাদের অবাধ্য স্বভাব

আর পবিত্র আত্মার কাজের বিষয়ে অজ্ঞতা।

ফরিশীরা ভেবেছিল যীশুর কাজটি

ছিল ভবিষ্যদ্বাণীর

শিশুটি নিয়ে তাদের জ্ঞান হতে ভিন্ন,

আর এখন ঈশ্বরকে প্রত্যাখ্যান করে মানুষ

কারণ তিনি যে কাজ করেন সশরীরে

মিলে না তা বাইবেলের সাথে।

এটা কি নয় একি অবাধ্যতা ঈশ্বরের প্রতি?

তুমি কি পারো প্রশ্ন বিনেই গ্রহণ করতে আত্মার কাজকে?

এটা যদি হয় পবিত্র আত্মার কাজ,

তবে তা অবশ্যই সঠিক স্রোতই হবে।

বিনা দ্বিধায় তা তোমার গ্রহণ করা উচিত;

উচিত নয় বাছাই বা চয়ন করা তুমি কি গ্রহণ করবে।

ঈশ্বর সম্পর্কে যদি আরও অন্তর্দৃষ্টি

লাভ করো এবং হও আরো সাবধান তাঁর প্রতি,

তখন কি এ সবই হয়ে যায় না পুরোপুরি অদরকারি?

পরীক্ষা করার দরকার নেই বাইবেল;

যদি তা হয় ঈশ্বরের কাজ,

তা করতে হবে গ্রহণ।

তুমি করো ঈশ্বরে বিশ্বাস তাই তাঁকে করো

অনুসরণ, এড়িয়ে চলো তাঁকে নিয়ে তদন্ত।

খোঁজ কোরো না আরও নজির

করতে প্রমাণ, তিনি তোমার ঈশ্বর।

তিনি করেন কিনা সাহায্য নিজেই বুঝতে পারবে।

নয় কিছুই আরও গুরুত্বপূর্ণ।

খুঁজে পেলেও তুমি অকাট্য প্রমাণ বাইবেলে,

তা নেবে না তোমায় পুরোপুরি তাঁর সামনে।

তুমি বাস করো

বাইবেলের গণ্ডির মধ্যে,

ঈশ্বরের সামনে নয়;

বাইবেল পড়ে পারবে না তুমি তাঁকে জানতে,

না আরও বেশি করে তাঁকে ভালোবাসতে।

প্রতিটি যুগে ঈশ্বরের কাজ সীমিত

চলমান যুগের কাজে;

অগ্রিম করবেন না তিনি পরবর্তী যুগের কাজ।

কেবল এভাবেই প্রত্যেক যুগের কাজের

উপর জোর দেয়া যায়।

যীশুর বাক্যে শুধু ছিল

অন্তিম সময়ের ইঙ্গিত এবং কীভাবে উদ্ধার হতে,

অনুতাপ ও কষ্ট সহ্য করতে হয়।

যীশু কখনোই বলেননি অন্তিম সময়ে মানুষকে কীভাবে

প্রবেশ বা ঈশ্বরের ইচ্ছা পূরণ করতে হবে।

সুতরাং অযৌক্তিক নয় কি খোঁজ করা বাইবেলে

অন্তিম সময়ের ঈশ্বরের কাজকে?

কি আছে দেখার বাইবেল আঁকড়ে রেখে?

যেই করুক না কেন ব্যাখ্যা বাইবেলের,

আজকের কাজের কথা কে জানতো?

এটা যদি হয় পবিত্র আত্মার কাজ,

তবে তা অবশ্যই সঠিক স্রোতই হবে।

বিনা দ্বিধায় তা তোমার গ্রহণ করা উচিত;

উচিত নয় বাছাই বা চয়ন করা তুমি কি গ্রহণ করবে।

উৎস: মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন