Bengali Sermon Series | Seeking True Faith: অন্তিম সময়ে ঈশ্বর কেন আত্মারূপে না এসে অবতাররূপে আবির্ভূত হন?

10-12-2022

অন্তিম সময়ে, দেহরূপে সর্বশক্তিমান ঈশ্বর অনেক সত্য প্রকাশ করেছেন এবং ঈশ্বরের ঘর থেকে শুরু করে বিচারের কাজ করছেন। দুর্যোগের আগেই তিনি জয়ীদের এক গোষ্ঠীকে গড়ে তুলেছেন করেছেন। সর্বশক্তিমান ঈশ্বরের রাজ্যের সুসমাচার বিশ্বের প্রতিটি দেশে পৌঁছেছে এবং আরও বেশি সংখ্যক মানুষ ঈশ্বরের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে এবং সর্বশক্তিমান ঈশ্বরের দিকে ফিরে যাচ্ছে। তা সত্ত্বেও, ধর্মীয় জগতের অনেক মানুষ সম্পূর্ণরূপে অবিশ্বাসী যে প্রভু দেহরূপে প্রত্যাবর্তন করেছেন, তিনি আবির্ভূত হয়েছেন এবং কাজ করছেন। তারা বিশ্বাস করে যে প্রভু যীশু তাঁর পুনরুত্থানের পর চল্লিশ দিনের জন্য আত্মার আকারে আবির্ভূত হয়ঞ্ছিলেন, তাই তাঁর আত্মার আকারেই ফিরে আসা উচিত। সর্বশক্তিমান ঈশ্বর আত্মা হিসাবে আবির্ভূত না হয়ে মনুষ্যপুত্রের অবতার হিসাবে কেন আবির্ভূত হলেন? অনেকে এই তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রহণ করতে অস্বীকার করে যে সর্বশক্তিমান ঈশ্বর যেহেতু আধ্যাত্মিক আকারে আবির্ভূত হন নি, কিন্তু মনুষ্যপুত্রের অবতার হিসাবে এসেছেন। তারা স্বয়ং ত্রাণকর্তার দ্বারা পরিত্রাণের তাদের একমাত্র সুযোগ হারাচ্ছে, যা তারা অনন্তকাল ধরে অনুশোচনা করবে। তাহলে অন্তিম সময়ে ঈশ্বর কেন আত্মার আকারে কাজ করার জন্য আবির্ভূত হননি, কিন্তু তিনি মানবপুত্র হিসাবে দেহরূপ ধারণ করেছেন? প্রকৃত বিশ্বাসের সন্ধানের এই পর্বে, আমরা একত্রে এটিকে গভীরভাবে দেখতে পারি এবং ঈশ্বরের কাজ সম্পর্কে আরও শিখতে পারি।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন