Bengali Sermon Series | অদ্বিতীয় সত্য ঈশ্বর কে?

02-11-2022

আজকের পৃথিবীতে, অধিকাংশ মানুষেরই কোনও না কোনো ধরনের বিশ্বাস আছে; অধিকাংশ মানুষ ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে আস্থাশীল। তারা ঈশ্বরে বিশ্বাস করে এবং সেই বিশ্বাস তাদের হৃদয়ে রয়েছে। তাই বিশ্বের বিভিন্ন স্থানে মানুষ বিভিন্ন প্রকারের ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করেছে, যা সংখ্যায় কয়েক শত এমনকি কয়েক হাজারও হতে পারে। এত সংখ্যক ঈশ্বর কি থাকা সম্ভব? একেবারেই না। একজনই অদ্বিতীয় সত্য ঈশ্বর আছেন। তাহলে কে সেই অদ্বিতীয় সত্য ঈশ্বর যিনি আকাশ ও পৃথিবী এবং সমস্ত কিছু সৃষ্টি করেছেন, এবং সবকিছুর উপরেই কর্তৃত্ব করেন? "প্রকৃত বিশ্বাসের সন্ধানে"-র এই পর্বে আমরা এই বিষয়ে একসঙ্গে অনুসন্ধান করবো যাতে অদ্বিতীয় সত্য ঈশ্বরকে চিনতে পারি।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।👇

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন