Bengali Testimony | অর্থ ও পদমর্যাদা আমার জন্য কী করেছে?

19-01-2023

সেই মহিলা এক ভাঙাচোরা পরিবারে জন্মেছিলেন আর সুখী জীবনের জন্য তার প্রবল আকাঙ্ক্ষা ছিল। সে মনে করতো, কঠোর পরিশ্রম তাকে অনেক টাকা এনে দেবে, যা দিয়ে সে সুখ কিনতে পারবে, কিন্তু অতিরিক্ত পরিশ্রম শেষপর্যন্ত তাকে শয্যাশায়ী করে তুলল। এই যন্ত্রণার সময় ঈশ্বরের শরণাগত হওয়া এবং ঈশ্বরের বাণী পড়ার পরে, সে মানুষের যন্ত্রণার উৎস সম্পর্কে এবং কীভাবে সুখী জীবনের খোঁজ পাওয়া যায় সে সম্পর্কে জানতে পারে।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন