Bengali Testimony | ত্রয়ীর ধাঁধার সমাধান

05-01-2023

প্রভু যীশু যখন থেকে তাঁর মুক্তির কার্যটি করেছেন, ২,০০০ বছর ধরে, সমস্ত খ্রীষ্টধর্ম ঈশ্বরকে “ত্রয়ী” হিসাবে সংজ্ঞায়িত করেছে। যেহেতু বাইবেলে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার কথা উল্লেখ করা হয়েছে, তাই তাঁরা কেবল সেখান থেকেই পূর্বসিদ্ধান্ত করে এবং উপসংহারে আসে যে ঈশ্বর এক ত্রয়ী এবং ভাবে যে পবিত্র পিতা, পুত্র এবং আত্মা হল তিনটি অংশ যা একমাত্র প্রকৃত ঈশ্বরকে গঠিত করে, এবং এই অংশগুলির কোনও একটি ছাড়া, তাঁরা একমাত্র প্রকৃত ঈশ্বর নয়। আচ্ছা, ত্রয়ীর ধারণা কি আদপেই যুক্তিগ্রাহ্য? এটা কি হতে পারে যে যিহোবা ঈশ্বর একমাত্র প্রকৃত ঈশ্বর নন? নাকি প্রভু যীশু নন, এবং পবিত্র আত্মাও নন? ত্রয়ীর এই ধারণাটি কি আসলে একমাত্র প্রকৃত ঈশ্বরকে অস্বীকার এবং খন্ডিত করে না? প্রকৃত বিশ্বাসের সন্ধানের এই পর্বে, আমরা এই সম্পর্কে সত্য উদঘাটনে সাহায্য করব যাতে আমরা একমাত্র প্রকৃত ঈশ্বর সম্পর্কে জানতে পারি।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন