Bengali Testimony | কর্তব্যপালনের মাধ্যমে আমার রূপান্তর
02-04-2023
অগ্রগতির উদ্বেগ ছাড়াই তিনি দায়িত্ব পালন করতেন, নিজের কাজ সর্বদা চাপিয়ে দিতেন তার সঙ্গীর উপর এবং দৈহিক আরামের জন্য লালায়িত থাকতেন। অবশেষে, গির্জার কাজকে প্রভাবিত করে দায়িত্বের এমন শিথিলতা এবং বিশৃঙ্খলতার জন্য তাকে বরখাস্ত করা হয়। নিজেকে প্রতিফলিত করে তিনি নিজের সম্পর্কে কী শিক্ষা পান? নিজের ব্যর্থতা এবং ভুল থেকে সে কী লাভ করে? জানতে অনুগ্রহ করে কর্তব্যপালনের মাধ্যমে আমার রূপান্তর দেখুন।
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও