Bengali Testimony | আরাম অন্বেষণের পরিণামসমূহ

07-03-2023

তাকে বরখাস্ত করা হয়েছে কারণ সে বস্তুগত আরাম কামনা করে আর অভ্যাসবশত দায়সারাভাবে কাজ করে। সে তার আচরণের বিশ্লেষণ করে অনুশোচনা আর আত্মগ্লানি বোধ করে। কোন প্রকৃতি তাকে তার দায়িত্ব পালনে বস্তুগত আরাম কামনা করার চিন্তাকে নিয়ন্ত্রণ করে? আরামের জন্য তার কামনার পরিণতি কী? নিজের দায়িত্বের প্রতি মানুষের কেমন মনোভাব রাখা উচিত? ঈশ্বরের বাণী পড়ার মাধ্যমে এই জিনিসগুলো বুঝতে পারার পরে সে প্রকৃত জ্ঞান অর্জন করে, নিজেকে ঘৃণা করে, তারপরে তার দায়িত্ব পুনরায় শুরু করে।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন