Bengali Testimony | একজন অর্থের দাসের জাগরণ

19-01-2023

আজকের বিশ্বে, “সবার আগে টাকা” এবং “দুনিয়া টাকায় চলে”-এর মতো বুলিগুলিকে সর্বজনীন সত্য এবং জীবনযাপনের নিয়ম হিসাবে ধরা হয়। এই ভিডিওতে, কথক চেন মিনও ওগুলোকে সত্য বলে অবশ্যই বিশ্বাস করেন। অর্থ উপার্জন এবং ধনী হওয়ার জন্য, তিনি দিনরাত বিভিন্ন কাজে কঠোর পরিশ্রম করেন, এই সব কাজ তাঁর শরীরকে ক্লান্ত করে ফেলে এবং তাঁর স্বাস্থ্য নষ্ট করে ফেলে। এমনকি যখন তাঁর ক্যান্সার ধরা পড়ে, তখনও তিনি অর্থ উপার্জনের চেষ্টা বন্ধ করে না, চিকিৎসা চলাকালীন সময়েও তিনি কাজ চালিয়ে যান। অনেক বছর পরে, তিনি অবশেষে ধনী হওয়ার, একটি বাড়ি ও একটি গাড়ির মালিক হওয়ার এবং তার চারপাশের লোকদের সম্মান ও প্রশংসা অর্জনের স্বপ্ন পূরণ করতে পেরেছিলেন। কিন্তু এই প্রক্রিয়ায়, তার শরীর অসুস্থতা এবং ক্লান্তিতে বিধ্বস্ত হয়ে পড়েছিল, তাঁকে ক্রমাগত যন্ত্রণা ভোগ করতে হয়েছিল। এরপর যখন তিনি ঈশ্বরে বিশ্বাস করতে শুরু করেন এবং সর্বশক্তিমান ঈশ্বরের বাণী পড়তে শুরু করেন, তখন অবশেষে তিনি জেগে ওঠেন এবং বুঝতে পারেন যে অর্থ টোপ ছাড়া আর কিছুই নয়, যা শয়তান মানবতাকে কলুষিত এবং বিষাক্ত করার জন্য ব্যবহার করে থাকে। তিনি উপলব্ধি করলেন যে টাকার সাধনা সঠিক পথ নয়, এবং একজনের জীবনকে অর্থপূর্ণ করার একমাত্র উপায় হল সত্যের অনুসরণ করা এবং সৃষ্ট সত্তার দায়িত্ব পালন করা। জীবনে কী অনুসরণ করতে হবে সে সম্পর্কে যখন তিনি সঠিক দৃষ্টিভঙ্গি লাভ করলেন, তখন তাঁর স্বাস্থ্য অলৌকিকভাবে ভাল হতে শুরু করে এবং তাঁর জীবন পরিবর্তন হতে শুরু করে …

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন