Bengali Testimony | স্বর্গরাজ্যের পথে কে আমার পথরোধ করে? (২)

17-03-2023

তিনি ভিয়েতনামের একজন খ্রীষ্টান। ঘটনাক্রমে, তিনি ইন্টারনেটে অন্তিম সময়ের ঈশ্বরের সুসমাচার শোনেন এবং প্রভুর প্রত্যাবর্তনকে স্বাগত জানান। তিনি ভীষণভাবে অনুপ্রাণিত হয়েছিলেন, তাই তিনি তার পরিবারের কাছে সুসমাচার প্রচার করেন। অপ্রত্যাশিতভাবে, যাজক তাকে নানাভাবে বিরক্ত এবং বাধাগ্রস্ত করতে থাকে। এবং তার পরিবার যাজক কর্তৃক প্রতারিত এবং প্ররোচিত হয় এবং যাজক সর্বশক্তিমান ঈশ্বরে বিশ্বাস করা থেকে তাকে বিরত রাখার জন্য যথাসাধ্য চেষ্টা করে। কিভাবে তিনি এই আধ্যাত্মিক যুদ্ধে তার সাক্ষ্যে দৃঢ়ভাবে দাঁড়ান? জানতে অনুগ্রহ করে এই ভিডিও দেখুন।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন