খ্রিষ্টীয় গান | ঈশ্বরের আবির্ভাব অনুসন্ধান করতে জাতি বর্ণের ধারণা ভেঙ্গে বেরিয়ে এসো

04-03-2022

তুমি আমেরিকান, ব্রিটিশ, বা অন্য যেকোনো দেশের নাগরিক হও না কেন,

তোমাকে তোমার নিজের জাতীয়তার গণ্ডির বাইরে,

তোমার সত্তার অভিজ্ঞতার সীমা ছাড়িয়ে বেরিয়ে আসতে হবে,

তোমাকে এটা থেকে বেরিয়ে আসতে হবে।

নিজের গন্ডির বাইরে বেরিয়ে আসো, আর ঈশ্বরের কাজ দেখো

একটি জীবের দৃষ্টিকোন থেকে দেখো।

এই পথে চললে, তুমি ঈশ্বরের পায়ের পদাঙ্কে কোনো সীমা আরোপ করবে না।

ঈশ্বরের আবির্ভাব কোথায় হয়েছে সেটা খুঁজতে হলে

তোমার জাতীয়তা আর বংশগত পরিচয়ের গণ্ডি ভেঙে বেরিয়ে আসতে হবে।

শুধুমাত্র এইভাবেই তুমি নিজের ধারণার মধ্যে বন্দী থাকবে না;

কেবল এইভাবেই তুমি ঈশ্বরের আবির্ভাবকে স্বাগত জানাবার যোগ্য হবে।

তা না হলে, তুমি অনন্ত অন্ধকারে ডুবে থাকবে,

আর কখনোই ঈশ্বরের কৃপা লাভ করবে না।

ঈশ্বরের উপস্থিতি অনুসন্ধান কর।

ঈশ্বরের উপস্থিতি অনুসন্ধান কর।

এটা করা দরকার, কারণ আজকাল অনেকে এমন ধারণা পোষণ করে যে,

কোনো একটা বিশেষ দেশে বা কিছু বিশেষ মানবগোষ্ঠীর মধ্যে ঈশ্বর আবির্ভূত হবেন না।

ঈশ্বরের কার্যকলাপের গুরুত্ব কতই না প্রগাঢ়,

আর ঈশ্বরের আবির্ভাব কতই না গুরুত্বপূর্ণ!

মানুষের ধারণা আর চিন্তাধারার পক্ষে কি তার পরিমাপ করা সম্ভব?

ঈশ্বরের আবির্ভাব কোথায় হয়েছে সেটা খুঁজতে হলে

তোমার জাতীয়তা আর বংশগত পরিচয়ের গণ্ডি ভেঙে বেরিয়ে আসতে হবে।

শুধুমাত্র এইভাবেই তুমি নিজের ধারণার মধ্যে বন্দী থাকবে না;

কেবল এইভাবেই তুমি ঈশ্বরের আবির্ভাবকে স্বাগত জানাবার যোগ্য হবে।

তা না হলে, তুমি অনন্ত অন্ধকারে ডুবে থাকবে,

আর কখনোই ঈশ্বরের কৃপা লাভ করবে না।

ঈশ্বরের উপস্থিতি অনুসন্ধান কর।

ঈশ্বরের উপস্থিতি অনুসন্ধান কর।

ঈশ্বর সমগ্র মানবজাতিরই ঈশ্বর।

তিনি নিজেকে কোনো দেশ বা জনগণের ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করেন না,

বরং তিনি কোনো বিশেষ রূপ, জাতীয়তা বা জনগণের সীমায় বন্দী না থেকে

নিজের পরিকল্পনা অনুসারেই নিজের কাজ করে চলেন।

সম্ভবত তুমি কখনই এই রূপের কথা কল্পনা করোনি,

অথবা তোমার আদব কায়দা সম্ভবত এই রূপকে অস্বীকার করার মতো ছিল,

অথবা ঈশ্বর নিজেকে যে স্থানে প্রকাশিত করেন

সেখানকার লোকেরা হয়ত পৃথিবীর সবচেয়ে প্রত্যাখ্যাত ব্যক্তি।

তবুও ঈশ্বরের নিজস্ব প্রজ্ঞা আছে।

তাঁর মহান ক্ষমতার জোরে, আর তাঁর সত্য ও মনোভাবের দ্বারা,

তিনি সত্যই এমন এক মানব গোষ্ঠীকে পেয়েছেন যারা তাঁর প্রতি একমুখী,

এবং তারা এমন এক মানব গোষ্ঠী যাকে তিনি সম্পূর্ণ করে গড়ে তুলতে চান—

এমন এক গোষ্ঠী, যাদের তিনি জয় করেছেন,

যারা, সমস্ত ধরনের পরীক্ষা ও কষ্ট ভোগ করে এবং সমস্ত ধরনের যন্ত্রণা সহ্য করে,

অন্তিম পর্যায় পর্যন্ত তাঁকে অনুসরণ করতে পারে।

ঈশ্বরের আবির্ভাব কোথায় হয়েছে সেটা খুঁজতে হলে

তোমার জাতীয়তা আর বংশগত পরিচয়ের গণ্ডি ভেঙে বেরিয়ে আসতে হবে।

শুধুমাত্র এইভাবেই তুমি নিজের ধারণার মধ্যে বন্দী থাকবে না;

কেবল এইভাবেই তুমি ঈশ্বরের আবির্ভাবকে স্বাগত জানাবার যোগ্য হবে।

তা না হলে, তুমি অনন্ত অন্ধকারে ডুবে থাকবে,

আর কখনোই ঈশ্বরের কৃপা লাভ করবে না।

ঈশ্বরের উপস্থিতি অনুসন্ধান কর।

ঈশ্বরের উপস্থিতি অনুসন্ধান কর।

ঈশ্বরের উপস্থিতি অনুসন্ধান কর।

মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান থেকে

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন