খ্রিষ্টীয় সঙ্গীত | ঈশ্বরের পদাঙ্ক কিভাবে খুঁজতে হয়

11-03-2022

ঈশ্বরের পদাঙ্ক খুঁজতে গিয়ে, তোমরা এই কথাগুলিকে অগ্রাহ্য করেছ

“ঈশ্বরই সত্য, তিনিই সত্য জানবার পথ, আর জীবনও।”

বহু মানুষ সত্য জানতে পারলেও বিশ্বাস করে না যে তারা ঈশ্বরের পদাঙ্ক পেয়ে গেছে,

আর তারা ঈশ্বরের আবির্ভাবকে আরোই কম অনুধাবন করতে পারে।

কত বড় ভুল!

ঈশ্বরের আবির্ভাব মানুষের ইন্দ্রিয়গ্রাহ্য ধারণা দিয়ে বুঝতে পারা সম্ভব নয়,

আর ঈশ্বর যে মানুষের ইচ্ছা অনুসারে আবির্ভূত হবেন তেমন সম্ভাবনা আরোই কম।

ঈশ্বর নিজের কাজ করার সময় নিজেই নিজের পছন্দ আর পরিকল্পনাগুলি নির্ধারণ করেন;

তাছাড়াও, তাঁর নিজস্ব কিছু উদ্দেশ্য আর পদ্ধতি আছে।

আমরা যেহেতু ঈশ্বরের পদাঙ্ক খুঁজতে চাইছি,

ঈশ্বরের ইচ্ছা, দৈববাণী, তাঁর কথা বলার কায়দা কী সেটা জানা আমাদের কর্তব্য—

কেননা ঈশ্বর যখনই কোনো নতুন কথা বলেন, দৈববাণী শোনা যায়,

আর যেখানে ঈশ্বরের পদাঙ্ক থাকে, সেখানেই ঈশ্বরের কার্যকলাপগুলি হয়ে থাকে।

যেখানেই ঈশ্বরের ভাব প্রকাশিত হয়, ঈশ্বরের আবির্ভাব ঘটে,

আর যেখানেই ঈশ্বর আবির্ভূত হন, সেখানেই সত্য, সত্য জানবার পথ, আর জীবনের অস্তিত্ব দেখা যায়।

তিনি যে কাজই করুন,

তাঁর সেই নিয়ে কোনো মানুষের সাথে আলোচনা করার বা পরামর্শ চাওয়ার কোনো দরকার নেই,

আর তার কার্যকলাপ নিয়ে একে একে সবাইকে বিজ্ঞপ্তি দেওয়ার দরকার তো আরও নেই।

এটাই ঈশ্বরের স্বভাব, আর এটা আরও বিশেষ করে প্রত্যেককে মেনে নিতে হবে।

তোমরা যদি ঈশ্বরের আবির্ভাব দেখতে চাও, ঈশ্বরের পদাঙ্ক অনুসরণ করতে চাও,

তাহলে তোমাদের অবশ্যই প্রথমে নিজেদের ধারণাগুলি ছেড়ে বেরিয়ে আসতে হবে।

তুমি অবশ্যই ঈশ্বর অমুক করেছেন-তমুক করেছেন, এমন দাবি করবে না,

তাঁকে নিজের ধারণাগত গণ্ডির ঘেরাটোপের মধ্যে তো একেবারেই রাখবে না।

বরং, তুমি তোমাদের নিজেদের মধ্যে জানার জন্য দাবি তুলবে

যে তোমাদের কীভাবে ঈশ্বরের পদাঙ্ক খুঁজতে চাওয়া উচিত,

তোমাদের কীভাবে ঈশ্বরের আবির্ভাব মেনে নেওয়া উচিত,

আর কীভাবে ঈশ্বরের নতুন নতুন কার্যকলাপের কাছে তোমাদের আত্মসমর্পণ করা উচিত।

কেননা মানুষ সত্য নয় আর সে সত্যকে ধারণ করে নেই,

তার সত্য অনুসন্ধান করা, গ্রহণ করা আর মেনে চলা উচিত।

আমরা যেহেতু ঈশ্বরের পদাঙ্ক খুঁজতে চাইছি,

ঈশ্বরের ইচ্ছা, দৈববাণী, তাঁর কথা বলার কায়দা কী সেটা জানা আমাদের কর্তব্য—

কেননা ঈশ্বর যখনই কোনো নতুন কথা বলেন, দৈববাণী শোনা যায়,

আর যেখানে ঈশ্বরের পদাঙ্ক থাকে, সেখানেই ঈশ্বরের কার্যকলাপগুলি হয়ে থাকে।

যেখানেই ঈশ্বরের ভাব প্রকাশিত হয়, ঈশ্বরের আবির্ভাব ঘটে,

আর যেখানেই ঈশ্বর আবির্ভূত হন, সেখানেই সত্য, সত্য জানবার পথ, আর জীবনের অস্তিত্ব দেখা যায়।

মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান থেকে

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন