Bengali Testimony | বোঝার ভান করে আমার করুণ দশা হয়েছিল

19-05-2023

তোমার সাথে কি কখনো এমন হয়েছে? দায়িত্ব পালনকালে এমন কিছুর সম্মুখীন হয়েছ যা তুমি না বুঝেও, বোঝার ভান করেছ, পাছে তোমায় হেয় করা হয়। শেষ পর্যন্ত, কেবল নিজেকে কষ্ট দিয়েছ আর গির্জার কাজে বিলম্ব ঘটিয়েছ। বোঝার ভান করা কেন না বোঝার চেয়েও খারাপ? এর পিছনে কোন ভ্রষ্ট স্বভাব নিহিত? জানতে, দেখুন এক খ্রীষ্টানের সাক্ষ্য: “বোঝার ভান করে আমার করুণ দশা হয়েছিল।”

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন