Bengali Testimony | অসন্তোষ ছড়ালেও সত্যের চর্চা করুন

17-12-2022

তিনি ফিলিপাইনের একজন খ্রিস্টান। গির্জার নেতা হিসাবে কাজ করার সময়, তিনি দেখেন যে দুজন সুসমাচার যাজক দায়িত্বজ্ঞানহীনভাবে তাঁদের দায়িত্ব পালন করেন, যা তাঁদের কাজকে ব্যার্থ করে দেয়। তিনি এই সমস্যাগুলি তাঁদের কাছে তুলে ধরতে চান, কিন্তু তিনি ভীত হয়ে যান এই ভেবে যে তাতে তাঁরা ওঁর সম্পর্কে একটি খারাপ দৃষ্টিভঙ্গি তৈরি করবেন, তাই তাঁদের প্রশ্রয় দিতে ঈশ্বরের বাণীর শুধুমাত্র সান্ত্বনাদায়ক এবং উৎসাহব্যঞ্জক অনুচ্ছেদগুলি তিনি তাদের উদ্দীপিত করতে ব্যবহার করেন। পরে, তিনি গভীর অপরাধবোধ অনুভব করেন এবং নিজেকে অনুধাবন করার জন্য ঈশ্বরের সামনে আসেন।কীভাবে তিনি এই উদ্বেগগুলিকে দূরে রেখে সত্যের চর্চা করতে শিখবেন?

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন