Bengali Christian Song | মানবজাতির ভাগ্য সম্পর্কে মনোযোগী হোন

01-02-2023

ঈশ্বর অনুরোধ করছেন সকল জাতিকে,

সকল দেশ আর সকল ক্ষেত্রের মানুষদের:

ঈশ্বরের বাক্য শুনুন এবং তাঁর কার্য দেখুন,

মানবজাতির ভাগ্য সম্পর্কে মনোযোগী হোন,

যেন তিনি হন সবচেয়ে পবিত্র এবং সম্মানিত,

সর্বোচ্চতায় এবং এককভাবে উপাসিত,

যেন মানবজাতির সকলেই

ঈশ্বরের আশীর্বাদ-পুষ্ট হয়,

ঠিক যেমন আব্রাহামের উত্তরসূরিগণ

যিহোবার আশ্বাস-পুষ্ট হয়েছিলেন,

যেভাবে ঈশ্বরের সৃষ্টি আদম ও ইভ

বাস করতেন স্বর্গের বাগানে।

ঈশ্বরের কাজ প্রবল জলোচ্ছ্বাসের মতো

তাঁর যাত্রা যায় না আটকানো কিংবা থামানো।

কেবল তাঁর বাক্য শুনে এবং তাঁর অন্বেষণ করে

পাওয়া যায় তাঁর পথ ও প্রতিশ্রুতি।

বাকী সকলে হবে পরিপূর্ণরূপে ধ্বংস

এবং পাবে তাদের প্রাপ্য দণ্ড।

ঈশ্বর অনুরোধ করছেন সকল জাতিকে,

সকল দেশ আর সকল ক্ষেত্রের মানুষদের:

ঈশ্বরের বাক্য শুনুন এবং তাঁর কার্য দেখুন,

মানবজাতির ভাগ্য সম্পর্কে মনোযোগী হোন।

মানবজাতির ভাগ্য সম্পর্কে মনোযোগী হোন।

উৎস: মেষশাবককে অনুসরণ করুন ও নতুন গীত গান

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন