Bengali Testimony | আনুগত্যের মাধ্যমে প্রাপ্ত শিক্ষা
16-06-2023
সিঞ্চনের কাজের তত্ত্বাবধায়ক হিসেবে দায়িত্ব পালনের সময় তাকে পরপর দু’বার দুটো নতুন গির্জার দায়িত্ব দেওয়া হয়। যেহেতু দুটো গির্জাতেই নেতা-কর্মীর স্বল্পতা ছিল, ফলও ভালো করছিল না আর সব ধরনের সমস্যায় পরিপূর্ণ হয়ে ছিল, তাই সে নিজেকে সঁপে না দিয়ে সবসময় দায়িত্ব এড়াতে বা প্রত্যাখ্যান করতে চাইত। সে কেন নতুন গির্জার তত্ত্বাবধায়ক হতে চাইত না? এর নেপথ্যে কোন কলুষিত স্বভাব নিহিত, আর কীভাবে কীভাবে সত্যের সন্ধান করে তা সমাধান করে?
প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।
অন্যান্য ধরণের ভিডিও