Bengali Testimony | কর্তিত হওয়া ও মোকাবিলার সম্মুখীন হওয়া থেকে শিক্ষালাভ

05-07-2023

কাহিনীর প্রধান চরিত্র একজন নেতা, এবং কেউ তাকে জানায়, অন্যান্য ব্রাদার-সিস্টারদের সামনে লীলা বলছে যে বেশ কিছু নেতা ব্যবহারিক কাজ করে না, এবং তারা ভণ্ড নেতা। এই কথা শুনে তার মনে হয়, যেহেতু লীলা সাধারণ পদ্ধতি অনুযায়ী নেতাদের সম্পর্কে রিপোর্ট করেনি, বরং নেতাদের আড়ালে ব্রাদার-সিস্টারদের কাছে সেকথা বলেছে, সুতরাং লীলা সেই নেতাদের সমালোচনা করছে এবং তার স্বভাব উদ্ধত। তাই সে লীলার বিষয়ে তদন্ত করতে আরম্ভ করে ও তাকে সতর্ক করে, ফলে লীলাকে সরিয়ে দেওয়া হয়। যখন এই প্রধান চরিত্রের নেতা পরিস্থিতিটা জানতে পারে, তখন লীলার সাথে এরকম আচরণের জন্য প্রধান চরিত্রকে মোকাবিলার সম্মুখীন হতে হয়, কারণ তার নেতা বলে যে সে লীলাকে দমন করেছে। তাই সে সত্যের সন্ধানে ও আত্মসমীক্ষার জন্য ঈশ্বরের সামনে আসে। এই কর্তন ও মোকাবিলার মাধ্যমে সে কী শিক্ষা লাভ করে? নিজের সম্বন্ধে কোন জ্ঞান সে অর্জন করে? জানার জন্য এই ভিডিওটা দেখুন।

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

Leave a Reply

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন