খ্রিষ্টীয় গান | “রাজ্যের বন্দনাগীতি: রাজ্য জগতে অবতরণ করে” বড় মাপের সমবেত সঙ্গীতানুষ্ঠান

17-10-2022

রাজ্যের রোমাঞ্চকর বন্দনাগীতি ধ্বনিত হয়েছে, সমগ্র মহাবিশ্বের কাছে ঘোষণা করেছে ঈশ্বরের মানবমধ্যেআগমন! ঈশ্বরের রাজ্য আগত! সকল মানুষ উল্লাস করে, সকল বস্তু হরষিত হয়! সকল স্বর্গময় ব্যপ্ত সকলকিছু উচ্ছ্বাসে উদ্বেলিত হয়। এ কোন চিত্তহরণকারী আনন্দোচ্ছ্বাসময় দৃশ্যাবলী?

মানুষের মাঝে, যারা বেদনায় জীবন অতিবাহিত করছে এবং সহস্রাধিক বৎসর ধরে শয়তানের অনাচার সহন করেছে, তাদের কে-ই বা ঈশ্বরের আবির্ভাবের আকাঙ্খায় আকুল হয় না, অধীর হয় না? যুগে যুগে, ঈশ্বরের ক’জন বিশ্বাসী তথা অনুগামী শয়তানের প্রভাবের অধীনে কষ্ট ও প্রতিকূল পরিস্থিতি, অত্যাচার ও বিচ্ছেদ সহন করেছে? কে এমন আশা করে না, যে, ঈশ্বরের রাজ্য অচিরেই সমাগত হবে? মানবজাতির মধ্যে এমন কে আছে, যে, মানুষের সুখ-দুঃখ আস্বাদন করা সত্ত্বেও, এমন আশা করে না, যে, মানবজাতির উপর সত্য এবং ন্যায়পরায়ণতার আধিপত্য প্রতিষ্ঠিত হোক?

ঈশ্বরের রাজ্য যখন আগত হবে, তখনই অবশেষে সমাগত হবে সেই দিনটি, যার অপেক্ষায় রয়েছে সকল দেশ ও মানুষ! সেই সময়ে, আকাশ ও পৃথিবীর সকল বস্তুর মাঝে দৃশ্যাবলী কেমন হবে? রাজ্যের জীবন কতটা সুন্দর হবে? “রাজ্যের বন্দনাগীতি: রাজ্য জগতে অবতরণ করে”-র মাধ্যমে, হাজার হাজার বছরের প্রার্থনাগুলি সত্য হবে!

আরও দেখুন

প্রতিদিন আমাদের কাছে 24 ঘণ্টা বা 1440 মিনিট সময় থাকে। আপনি কি ঈশ্বরের সান্নিধ্য লাভের জন্য তাঁর বাক্য শিখতে 10 মিনিট সময় দিতে ইচ্ছুক? শিখতে আমাদের ফেলোশিপে যোগ দিন। কোন ফি লাগবে না।

শেয়ার করুন

বাতিল করুন

Messenger-এর মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করুন